Wedding Insurance: বিয়ে বাতিল হলেই মিলবে নগদ ১০ লক্ষ টাকা! জানুন কীভাবে পেতে পারেন বিয়ের ক্ষতিপূরণ...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Wedding Insurance: যদি করোনার কারণে মাঝপথে বিয়ের কাজ পিছিয়ে যায়, তাহলে দুই বাড়িকেই অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। এক্ষেত্রে অনেক বীমা কোম্পানি বিয়ের বীমাও করিয়ে থাকে।
ভারতে আবারও নতুন করে দাপাতে শুরু করেছে করোনাভাইরাস। কোভিডের নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের ঘটনা দ্রুত ছড়াচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে বিয়ের পরিকল্পনা করে ভুগতে হতে পারে অনেককেই। করোনার কারণে বিয়ের বুকিং বাতিল হলে লাখ-লাখ টাকার ক্ষতি। এখন থেকে আর এই বিষয়ে চিন্তা করার দরকার নেই আপনার। আপনার পকেটের ক্ষতিপূরণ করতে করোনাকালে চালু বিয়ের ইনসিওরেন্স।
advertisement
করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউ পেরিয়ে, লকডাউন পর্ব পেরিয়ে কিছুটা স্বাভাবিকের দিকে এগোচ্ছিল পৃথিবী। কিন্তু এরই মাঝে আবারও মাথাচাড়া দিতে শুরু করেছে ওমিক্রন আতঙ্ক। যার ফলে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হতে দেখে আবারও নতুন করে আনন্দ অনুষ্ঠানে মেতেছে মানুষ। এমনকি জানুয়ারি ফেব্রুয়ারিতে বিয়ের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন অনেকেই।
advertisement
advertisement
advertisement
বিয়ের তোরজোড় অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। বেশ কিছুদিন আগে থেকেই ম্যারেজ হল, ফার্ম হাউস ইত্যাদির বুকিং শুরু হয়ে যায়। সবকিছু নিয়েই বিয়ের তোড়জোড়ে ধীরে ধীরে এগোতে থাকে দুইপক্ষ। কিন্তু যদি করোনার কারণে মাঝপথে সেই বিয়ের কাজ পিছিয়ে যায়, তাহলে দুই বাড়িকেই অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময়ই দেখা যায়, অগ্রিম দেওয়া অর্থ আর ফেরত দিতে চায় না কর্তৃপক্ষ।
advertisement
advertisement
advertisement
advertisement
