টাকার দাম পড়লে কী হয়! ₹৭০ হাজার কোটি বাড়তি ধার মেটাতে আপনি তৈরি তো?
Last Updated:
চলতি বছরে এখনও পর্যন্ত ১১ শতাংশের বেশি ডলারের সাপেক্ষে টাকার দাম পড়েছে৷ এর ফলে বিদেশি ঋণ চোকাতে অবস্থা শোচনীয় হবে সরকারের৷ সেই বাড়তি বোঝা কিন্তু আপনার আমার পকেট থেকেই যাবে৷
advertisement
টাকার দামের পতন শব্ধবন্ধটি যতই মনে হোক, অর্থনীতির প্যাঁজপয়জার, কিন্তু এই পতনেরও প্রত্যক্ষ প্রভাব পড়বে আম-আদমির পকেটে৷ চলতি বছরে এখনও পর্যন্ত ১১ শতাংশের বেশি ডলারের সাপেক্ষে টাকার দাম পড়েছে৷ এর ফলে বিদেশি ঋণ চোকাতে অবস্থা শোচনীয় হবে সরকারের৷ সেই বাড়তি বোঝা কিন্তু আপনার আমার পকেট থেকেই যাবে৷ -- ছবিটি সংগৃহীত
advertisement
advertisement
গত বৃহস্পতিবার টাকার দাম রেকর্ড হারে পতন হয়ে ডলারের দাম হয়ে যায় ৭২ টাকা৷ এ বছরের বাকি সময়টিতে ডলারের সাপেক্ষে টাকার দাম যদি গড়ে ৭৩ টাকাও থাকে এবং অশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে ৭৬ মার্কিন ডলার প্রতি ব্যারেল হয়, তা হলে সার্বিক ভাবে ভারতে তেলের দাম ৪৫ হাজার ৭০০ কোটি টাকা বেশি হবে৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা সৌম্যকান্তি ঘোষ অন্তত তেমনই জানাচ্ছেন৷ -- ছবিটি সংগৃহীত
advertisement
advertisement