NPS Vatsalya Calculator: শিশুসন্তান হবে কোটিপতি, ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করুন, দেখে নিন NPS বাৎসল্য ক্যালকুলেটরের হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
NPS Vatsalya Calculator: শিশুর ভবিষ্যৎ গড়তে এখনই শুরু করুন বিনিয়োগ। মাত্র ১০০০ টাকা মাসিক জমিয়ে শিশুকে বানাতে পারেন ভবিষ্যতের কোটিপতি।
সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করা সব মা-বাবারই দায়িত্ব। এর মধ্যে শুধু জীবনের নৈতিক দিকটির কথাই আসে না। সেই দিক থেকে যেমন সন্তানকে সুকর্মের শিক্ষা দিয়ে থাকে পরিবার, তেমনই তার আর্থিক দিকটিও কিছুটা পোক্ত করে রাখার দায়িত্বও মা-বাবাকে নিতে হয় বইকি! উচ্চশিক্ষা, বিয়ে- জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়ের জন্যই টাকার পরিমাণ হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পেনশনের সুবিধা -
এনপিএসের নিয়ম অনুসারে, কমপক্ষে ৪০% তহবিল অ্যানুইটির জন্য সংরক্ষিত রাখতে হবে। এর মাধ্যমে, জমা করা টাকার ৪০%-এর উপর পেনশন পাওয়া যাবে। ৬০ বছর পর, সেই সময়ে অ্যানুইটির হার যা-ই হোক না কেন, এই অর্থের উপর সুদ অর্জিত হবে এবং তা থেকে পেনশন তৈরি হবে। বাকি ৬০% টাকা তোলা যাবে। অ্যানুইটিও বাড়ানো যেতে পারে, যা পেনশনের পরিমাণ বৃদ্ধি করবে।
এনপিএসের নিয়ম অনুসারে, কমপক্ষে ৪০% তহবিল অ্যানুইটির জন্য সংরক্ষিত রাখতে হবে। এর মাধ্যমে, জমা করা টাকার ৪০%-এর উপর পেনশন পাওয়া যাবে। ৬০ বছর পর, সেই সময়ে অ্যানুইটির হার যা-ই হোক না কেন, এই অর্থের উপর সুদ অর্জিত হবে এবং তা থেকে পেনশন তৈরি হবে। বাকি ৬০% টাকা তোলা যাবে। অ্যানুইটিও বাড়ানো যেতে পারে, যা পেনশনের পরিমাণ বৃদ্ধি করবে।