ভোটার লিস্টে নাম তুলতে চান...? ঘরে বসেই করতে পারবেন আবেদন, শিখে নিন 'সিম্পল' স্টেপস

Last Updated:
সামনেই ভোট। এবার অনেকেই হতে চলেছেন প্রথমবার ভোটার। কিন্তু ভোট দিতে হলে আপনার নামটি থাকে ভোটার লিস্টে। নতুন প্রজন্মের ভোটার তালিকায় নাম তোলা নিয়ে আপনিও কী চিন্তিত? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যে।
1/10
সামনেই ভোট। এবার অনেকেই হতে চলেছেন প্রথমবার ভোটার। কিন্তু ভোট দিতে হলে আপনার নামটি থাকে ভোটার লিস্টে। নতুন প্রজন্মের ভোটার তালিকায় নাম তোলা নিয়ে আপনিও কী চিন্তিত? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যে।
সামনেই ভোট। এবার অনেকেই হতে চলেছেন প্রথমবার ভোটার। কিন্তু ভোট দিতে হলে আপনার নামটি থাকে ভোটার লিস্টে। নতুন প্রজন্মের ভোটার তালিকায় নাম তোলা নিয়ে আপনিও কী চিন্তিত? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যে।
advertisement
2/10
কিছু জরুরি তথ্য ও নথি আপনার কাছে থাকলে, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে সহজেই তোলা যাবে ভোটার তালিকায় নাম। কী এই পদ্ধতি? এই নিয়ে জলপাইগুড়িতে বিশেষ প্রশিক্ষণ দিল নির্বাচন কমিশন।
কিছু জরুরি তথ্য ও নথি আপনার কাছে থাকলে, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে সহজেই তোলা যাবে ভোটার তালিকায় নাম। কী এই পদ্ধতি? এই নিয়ে জলপাইগুড়িতে বিশেষ প্রশিক্ষণ দিল নির্বাচন কমিশন।
advertisement
3/10
ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে এই জেলায়। সেই উপলক্ষে অনুষ্ঠিত হল ডিভিশনাল লেভেলের বিশেষ প্রশিক্ষণ শিবির।
ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে এই জেলায়। সেই উপলক্ষে অনুষ্ঠিত হল ডিভিশনাল লেভেলের বিশেষ প্রশিক্ষণ শিবির।
advertisement
4/10
জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলার BLO, AERO এবং সুপারভাইজারদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশনের বিশেষ দল।
জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলার BLO, AERO এবং সুপারভাইজারদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশনের বিশেষ দল।
advertisement
5/10
মূলত, নতুন প্রজন্মকে ভোটার তালিকায় যুক্ত করা, ভোটার লিস্টে নাম নথিভুক্তের প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায়—তা নিয়েই ছিল মূল আলোচনা। বর্তমানে অবশ্য আর বিশেষ ঝঞ্ঝাট নেই এই কাজে ।আধুনিক প্রযুক্তির সৌজন্যে এখন ঘরে বসেই করা যাচ্ছে এই আবেদন।
মূলত, নতুন প্রজন্মকে ভোটার তালিকায় যুক্ত করা, ভোটার লিস্টে নাম নথিভুক্তের প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায়—তা নিয়েই ছিল মূল আলোচনা। বর্তমানে অবশ্য আর বিশেষ ঝঞ্ঝাট নেই এই কাজে ।আধুনিক প্রযুক্তির সৌজন্যে এখন ঘরে বসেই করা যাচ্ছে এই আবেদন।
advertisement
6/10
জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারির আগে হলে, আপনি হতে পারেন যোগ্য নতুন ভোটার। কী কী নথি লাগবে?
জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারির আগে হলে, আপনি হতে পারেন যোগ্য নতুন ভোটার। কী কী নথি লাগবে?
advertisement
7/10
বয়সের প্রমাণস্বরূপ লাগবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট, পাসপোর্ট বা প্যান কার্ড। ঠিকানার প্রমাণ হিসেবে দিতে পারেন আধার, বিদ্যুৎ বিল, রেশন কার্ড বা ব্যাঙ্ক পাসবুক। সঙ্গে লাগবে একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
বয়সের প্রমাণস্বরূপ লাগবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট, পাসপোর্ট বা প্যান কার্ড। ঠিকানার প্রমাণ হিসেবে দিতে পারেন আধার, বিদ্যুৎ বিল, রেশন কার্ড বা ব্যাঙ্ক পাসবুক। সঙ্গে লাগবে একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
advertisement
8/10
আবেদন করতে হবে www.nvsp.in পোর্টালে গিয়ে।
আবেদন করতে হবে www.nvsp.in পোর্টালে গিয়ে। "Apply for Voter ID" অপশনে গিয়ে ফর্ম 6 পূরণ করে প্রয়োজনীয় নথি ও ছবি আপলোড করলেই কাজ শেষ। ভেরিফিকেশনের জন্য আপনার বাড়িতে আসবেন BLO।
advertisement
9/10
চাইলে Voter Helpline App থেকেও করা যাবে আবেদন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বছরে চারটি তারিখ—১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই ও ১ অক্টোবরকে কাট-অফ ডেট ধরা হয় ভোটার হওয়ার যোগ্যতা নির্ধারণে।
চাইলে Voter Helpline App থেকেও করা যাবে আবেদন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বছরে চারটি তারিখ—১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই ও ১ অক্টোবরকে কাট-অফ ডেট ধরা হয় ভোটার হওয়ার যোগ্যতা নির্ধারণে।
advertisement
10/10
নতুন প্রজন্মের কাছে এই বার্তা স্পষ্ট—ভোট শুধু অধিকার নয়, দায়িত্বও। আর সেই দায়িত্ব নিতে আজই হোন ভোটার! সামনে কিছু স্টেপ ফলো করেই হতে পারবেন নতুন ভোটার।
নতুন প্রজন্মের কাছে এই বার্তা স্পষ্ট—ভোট শুধু অধিকার নয়, দায়িত্বও। আর সেই দায়িত্ব নিতে আজই হোন ভোটার! সামনে কিছু স্টেপ ফলো করেই হতে পারবেন নতুন ভোটার।
advertisement
advertisement
advertisement