Vegetable Price Hike: বৃষ্টির জেরে সবজি বাজারে আগুন! পুজোর আগেই পকেটে টান মধ্যবিত্তের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Vegetable Price Hike: পাহাড় জুড়ে লাগাতার ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত একাধিক রাস্তা, জায়গায় জায়গায় ধস নষ্ট চাষের জমি, স্বাভাবিকভাবেই সবজির লাগামছাড়া মূল্যবৃদ্ধি মাথায় হাত সাধারণ মানুষের!
উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই লাগাতার ভারী বৃষ্টি। ভারী বৃষ্টিতে বিপন্ন জনজীবন। ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পাহাড়, একাধিক জায়গায় ধস, বন্ধ বেশ কয়েকটি রাস্তা। সেই অর্থেই পর্যটনের ভরা মরশুমে লাগাতার টানা বৃষ্টিতে মাথায় হাত পাহাড়ের স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের। লাগাতার টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে বহু চাষের জমি ফলে স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে সবজি বাজারে। (তথ্য: সুজয় ঘোষ)
advertisement
চলতি বছরে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পাহাড় জার জেড়ে এর প্রভাব পড়েছে স্বাভাবিক জনজীবনে। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের একাধিক জায়গায় ধস ইতিমধ্যেই নষ্ট হয়েছে বহু চাষের জমি। সেই অর্থে স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে সবজির বাজারে। সমতলের পাশাপাশি পাহাড়ে ও সবজি কিনতে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের। (তথ্য: সুজয় ঘোষ)
advertisement
ঠান্ডার মরশুম আসতেই সবুজ সবুজ টাটকা সবজিতে ভরে ওঠে বাজার।টানা বৃষ্টির জেরে সবজির লাগাম ছাড়া দাম এই প্রসঙ্গে বাজার করতে আসা এক ক্রেতা ফ্রান্সিস লামা বলেন টানা বৃষ্টির জেরে পাহাড়ের একাধিক জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চাষের জমি নষ্ট হয়েছে ফলে স্বাভাবিকভাবেই বাজারে সবজির দাম বেড়েছে।(তথ্য: সুজয় ঘোষ)
advertisement
advertisement
দুর্গাপূজোর আগে টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। বৃষ্টির যে রীতিমতো মাথায় হাত পড়েছে পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। টানা বৃষ্টির জেরে সবজির দামের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে বাজার করতে আসা ক্রেতাদের। ইতিমধ্যেই উত্তরের বিভিন্ন জেলায় জারি রয়েছে হলুদ এবং কমলা সর্তকতা, যার জেরে বৃষ্টি অনিবার্য আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা।(তথ্য: সুজয় ঘোষ)