Discount On Marking Charge: ভ্যালেন্টাইন ডে-তে দুর্দান্ত ছাড়! সস্তায় কিনুন সোনার গয়না, কিন্তু মেকিং চার্জ কীভাবে হিসেব করা হয় জানেন?

Last Updated:
Discount On Marking Charge: মেকিং চার্জ মানে গয়না তৈরির মজুরি। কারিগর খেটেখুটে সোনা থেকে গয়না তৈরি করেন। এর সঙ্গে থাকে অন্যান্য খরচও। এই অতিরিক্ত খরচই গয়নার দামের সঙ্গে যোগ করা হয় মেকিং চার্জ হিসেবে।
1/7
ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে কম দামে মিলছে সোনার গয়না! ছোট, বড় প্রায় সব ব্র্যান্ড, দোকানদারই মেকিং চার্জে বিপুল ছাড় দিচ্ছে। ফলে দাম কমে গিয়েছে একধাক্কায় অনেকটা। কিন্তু মেকিং চার্জ হিসেব করা হয় কীভাবে? তা জানেন না অনেকেই।
ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে কম দামে মিলছে সোনার গয়না! ছোট, বড় প্রায় সব ব্র্যান্ড, দোকানদারই মেকিং চার্জে বিপুল ছাড় দিচ্ছে। ফলে দাম কমে গিয়েছে একধাক্কায় অনেকটা। কিন্তু মেকিং চার্জ হিসেব করা হয় কীভাবে? তা জানেন না অনেকেই।
advertisement
2/7
মেকিং চার্জ মানে গয়না তৈরির মজুরি। কারিগর খেটেখুটে সোনা থেকে গয়না তৈরি করেন। এর সঙ্গে থাকে অন্যান্য খরচও। এই অতিরিক্ত খরচই গয়নার দামের সঙ্গে যোগ করা হয় মেকিং চার্জ হিসেবে। সাধারণত দু’ভাবে এই হিসেব করা হয়।
মেকিং চার্জ মানে গয়না তৈরির মজুরি। কারিগর খেটেখুটে সোনা থেকে গয়না তৈরি করেন। এর সঙ্গে থাকে অন্যান্য খরচও। এই অতিরিক্ত খরচই গয়নার দামের সঙ্গে যোগ করা হয় মেকিং চার্জ হিসেবে। সাধারণত দু’ভাবে এই হিসেব করা হয়।
advertisement
3/7
প্রতি গ্রাম হিসেবে মেকিং চার্জ: এতে প্রতি গ্রাম সোনার জন্য নির্দিষ্ট পরিমাণ চার্জ করা হয়। যেমন মেকিং চার্জ যদি ৫০০ টাকা প্রতি গ্রাম হয়, তাহলে তাহলে ১০ গ্রামের কোনও সোনার গয়নায় মোট মেকিং চার্জ হবে ৫০০x১০ মানে ৫,০০০ টাকা।
প্রতি গ্রাম হিসেবে মেকিং চার্জ: এতে প্রতি গ্রাম সোনার জন্য নির্দিষ্ট পরিমাণ চার্জ করা হয়। যেমন মেকিং চার্জ যদি ৫০০ টাকা প্রতি গ্রাম হয়, তাহলে তাহলে ১০ গ্রামের কোনও সোনার গয়নায় মোট মেকিং চার্জ হবে ৫০০x১০ মানে ৫,০০০ টাকা।
advertisement
4/7
শতকরা হারে মেকিং চার্জ: এতে গয়নার মোট মূল্যের একটা নির্দিষ্ট শতাংশ মেকিং চার্জ হিসেবে যোগ করা হয়। যেমন ধরে নেওয়া যাক, কোনও ব্যক্তি ৭ লাখ টাকার সোনার গয়না কিনলেন। মেকিং চার্জ শতকরা হারে ১০ শতাংশ। তাহলে তাঁকে অতিরিক্ত ৭০ হাজার টাকা দিতে হবে।
শতকরা হারে মেকিং চার্জ: এতে গয়নার মোট মূল্যের একটা নির্দিষ্ট শতাংশ মেকিং চার্জ হিসেবে যোগ করা হয়। যেমন ধরে নেওয়া যাক, কোনও ব্যক্তি ৭ লাখ টাকার সোনার গয়না কিনলেন। মেকিং চার্জ শতকরা হারে ১০ শতাংশ। তাহলে তাঁকে অতিরিক্ত ৭০ হাজার টাকা দিতে হবে।
advertisement
5/7
ভ্যালেন্টাইন ডে অফার: এবারের ভ্যালেন্টাইন ডে-তে মেকিং চার্জে ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছেন দোকানদাররা। সোজা কথায়, প্রিয়জনের জন্য সস্তায় পছন্দের গয়না কেনার এটা সুবর্ণ সুযোগ। তবে হাতে গোনা কয়েক দিনই এই ছাড় মিলবে। তাই দেরি না করে কেনাকাটা শুরু করা উচিত। এই সুযোগ যেন হাতছাড়া না হয়।
ভ্যালেন্টাইন ডে অফার: এবারের ভ্যালেন্টাইন ডে-তে মেকিং চার্জে ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছেন দোকানদাররা। সোজা কথায়, প্রিয়জনের জন্য সস্তায় পছন্দের গয়না কেনার এটা সুবর্ণ সুযোগ। তবে হাতে গোনা কয়েক দিনই এই ছাড় মিলবে। তাই দেরি না করে কেনাকাটা শুরু করা উচিত। এই সুযোগ যেন হাতছাড়া না হয়।
advertisement
6/7
জনপ্রিয় ব্র্যান্ডের ছাড়ের তালিকা: ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ক্যান্ডেরে (Kalyan Jewellers - Candere) গোল্ড চেইনের মেকিং চার্জে ৪০ শতাংশ পর্যন্ত মেকিং চার্জে ছাড় দিচ্ছে। ১৮ ক্যারেটের বেইনা গোল্ড চেইনের দাম ১৫,৪২১ টাকা থেকে একধাক্কায় কমে দাঁড়িয়েছে ১৩,৮২০ টাকা।
জনপ্রিয় ব্র্যান্ডের ছাড়ের তালিকা: ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ক্যান্ডেরে (Kalyan Jewellers - Candere) গোল্ড চেইনের মেকিং চার্জে ৪০ শতাংশ পর্যন্ত মেকিং চার্জে ছাড় দিচ্ছে। ১৮ ক্যারেটের বেইনা গোল্ড চেইনের দাম ১৫,৪২১ টাকা থেকে একধাক্কায় কমে দাঁড়িয়েছে ১৩,৮২০ টাকা।
advertisement
7/7
১৪ জানুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হিরে ও প্লাটিনামের জুয়েলারিতে ৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে তানিষ্ক (Tanishq - Titan)। পুরনো সোনার বদলে নতুন গয়না কিনলেও বিশেষ ছাড় মিলবে। মেকিং চার্জে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ক্যারেটলেন (CaratLane)। সোনা ও রুপোর গয়নায় ১৮ শতাংশ এবং হিরের গয়নায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় নিয়ে হাজির হয়েছে জয়লুক্কাস (Joyalukkas)। মেকিং চার্জে বিশাল ছাড় দিচ্ছে সেনকো গোল্ডও (Senco Gold)। মিলছে ১৫ শতাংশ থেকে শুরু করে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়।
১৪ জানুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হিরে ও প্লাটিনামের জুয়েলারিতে ৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে তানিষ্ক (Tanishq - Titan)। পুরনো সোনার বদলে নতুন গয়না কিনলেও বিশেষ ছাড় মিলবে। মেকিং চার্জে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ক্যারেটলেন (CaratLane)। সোনা ও রুপোর গয়নায় ১৮ শতাংশ এবং হিরের গয়নায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় নিয়ে হাজির হয়েছে জয়লুক্কাস (Joyalukkas)। মেকিং চার্জে বিশাল ছাড় দিচ্ছে সেনকো গোল্ডও (Senco Gold)। মিলছে ১৫ শতাংশ থেকে শুরু করে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়।
advertisement
advertisement
advertisement