Budget 2025: এবারের বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কি বেড়ে ১২,০০০ টাকা হবে ?
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Budget 2025: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত কোটি কোটি উপকারভোগী অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছ থেকে সম্মান নিধি যোজনায় ১২,০০০ টাকা পাবেন বলে আশা করে রয়েছেন।
১ ফেব্রুয়ারি মোদি সরকারের বাজেট পেশের দিন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত কোটি কোটি উপকারভোগী অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছ থেকে সম্মান নিধি যোজনায় ১২,০০০ টাকা পাবেন বলে আশা করে রয়েছেন। একই সঙ্গে অর্থমন্ত্রী বেতনভোগীদের আয়কর ছাড় দেওয়ার পাশাপাশি কৃষি, স্বাস্থ্যসেবা ও প্রতিরক্ষা খাতেও জোর দেবেন বলে আশাবাদী বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
বাজেট ২০২৫ এ প্রত্যাশা: ৩ লাখ কোটি টাকা দিয়ে NH-এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক স্থাপন করা হতে পারে -সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ৩ লাখ কোটি টাকার বাজেট সহ সারা দেশে NH-এক্সপ্রেসওয়েগুলির একটি নেটওয়ার্ক স্থাপন করতে পারে৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেটে মন্ত্রককে ২.৯০ লাখ থেকে ৩ লাখ কোটি টাকা দেওয়ার ঘোষণা করতে পারেন। এ ছাড়া ২০২৫ সালের বাজেটে নিরাপদে সড়কে ভ্রমণের জন্য অনেক ব্যবস্থা করা হতে পারে।
advertisement
বাজেট ২০২৫-এ প্রত্যাশা: মোটর যান আইনে সংশোধন করা হতে পারে -মোটরযান আইন ২০১৯-এর সংশোধন আবার বিবেচনা করা যেতে পারে। মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, নতুন আইনে ভারী জরিমানা ও কঠোর আইন থাকা সত্ত্বেও ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ১ লাখ ৮০ হাজার। তবে সরকারি তথ্য এখনও প্রকাশ করা হয়নি। বিগত এক দশক ধরে এই সংখ্যা ছিল দেড় লাখের কাছাকাছি।
advertisement
বাজেট ২০২৫-এ প্রত্যাশা: সীমান্তের জন্য নতুন সড়ক নেটওয়ার্ক -সাধারণ বাজেটে, দেশের সীমান্তে দ্রুত এবং সহজে প্রবেশাধিকার তৈরি করতে ১৫,৫২০ কিলোমিটারের একটি নতুন সড়ক নেটওয়ার্ক নির্মাণের প্রস্তাব উপস্থাপন করা হতে পারে। এর মধ্যে রয়েছে চিন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও মায়ানমারের সীমান্ত। এই সড়ক নেটওয়ার্ক আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। পার্বত্য রাজ্যে পর্যটক ও স্থানীয় নাগরিকদের সুবিধার্থে ২৫০ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে প্রকল্প ঘোষণা করা হতে পারে। এর আওতায় দুই শতাধিক প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় রোপওয়ে সুবিধা চালু করা হবে।
advertisement
advertisement
বাজেট ২০২৫-এ প্রত্যাশা: অটল পেনশন যোজনায় বড় পরিবর্তন -আয়ুষ্মান ভারত যোজনার পরিধি বাড়ানো হতে পারে এবং অটল পেনশন যোজনায় পেনশনের পরিমাণ দ্বিগুণ করা হতে পারে অর্থাৎ ১০ হাজার টাকা করা হতে পারে। বর্তমানে সর্বাধিক মাসিক পেনশন ৫০০০ টাকা। এখনও পর্যন্ত ৭ কোটিরও বেশি লোক এই প্রকল্পে রেজিস্টার হয়েছে। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, অটল পেনশন যোজনা ২০১৫ সালে চালু হয়েছিল। দীর্ঘদিন ধরে এতে বড় ধরনের কোনও পরিবর্তন করা হয়নি।
advertisement
বাজেট ২০২৫-এ প্রত্যাশা: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ৬০০০ টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে -বর্তমানে, ৯.৪ কোটিরও বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে বার্ষিক ৬০০০ টাকা পান। এই পরিমাণ প্রতিটি ২০০০ টাকার ৩টি সমান কিস্তিতে দেওয়া হয়৷ চাষের খরচ বাড়ার পরিপ্রেক্ষিতে তা বাড়িয়ে ১২ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।
advertisement
বাজেট ২০২৫ কি রিয়েল এস্টেট খাতকে উৎসাহিত করবে -২০২৫ সালের বাজেটে জিডিপির বৃদ্ধি বাড়াতে রিয়েল এস্টেট সেক্টরকে শক্তিশালী করা এবং সংস্কারের ঘোষণার বিষয়ে বিশেষজ্ঞদের উচ্চ প্রত্যাশা রয়েছে। PM আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য PMAY ভর্তুকি কমপক্ষে ৫০% বৃদ্ধি করার জন্য অর্থমন্ত্রীর কাছে দাবি রয়েছে। গৃহঋণের সুদে ছাড়, PMAY ভর্তুকিতে মহিলাদের জন্য বিশেষ সুবিধা সহ, GST, RERA এবং ডিমনিটাইজেশনের মতো সংস্কারের প্রভাব কমানোর জন্য সরকারকে সাশ্রয়ী মূল্যের বাড়ির সংখ্যা বৃদ্ধি করে আরও উৎসাহ দেওয়া উচিত।
advertisement