Nirmala Sitharaman Budget Day Sarees: সাদা শাড়িতে মধুবনী নকশা, বাজেট দিনে নির্মলা সীতারামণের এই শাড়ি উপহারের, কে দিয়েছেন তাঁকে? নামে লুকিয়ে চমক
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Nirmala Sitharaman Budget Day Saree: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সর্বদাই তাঁর আইকনিক শাড়ির জন্য শিরোনামে থাকেন, তাঁর লাল, নীল, হলুদ, বাদামী এবং অফ হোয়াইট শাড়ি বৈচিত্র্যময় ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরে।
advertisement
advertisement
advertisement
*তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের জন্য আজ শনিবার নির্মলা সীতারমণ যে শাড়িটি পড়েছেন, সেই শাড়িটি ২০২১ সালে বিহারের 'পদ্মশ্রী' মধুবনী শিল্পী দুলারি দেবী তাঁকে উপহার দিয়েছিলেন। সোনালি পাড়ের সাদা শাড়িতে ফুটে উঠেছে কালো বর্ডারের মধুবনী নকশা। জানা গিয়েছে, নির্মলা সীতারমণ মিথিলা আর্ট ইন্সটিটিউটে গিয়েছিলেন, সেখানেই দুলারী দেবীর সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। তিনিই এই শাড়ি উপহার দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। সংগৃহীত ছবি।
advertisement
*শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন মেরুন ব্লাউজ এবং শাল। এদিনের শাড়িতেও তাঁর হ্যান্ডলুমের প্রতি ভালবাসা স্পষ্ট। বছরের পর বছর ধরে, অর্থমন্ত্রী সীতারমণ সর্বদা বাজেট দিবসে হাতে বোনা শাড়ি পরেছেন, যা পোশাকের প্রতি তাঁর ভালবাসাকে তুলে ধরেছে এবং ভারতের সমৃদ্ধ তাঁত এবং টেক্সটাইল ঐতিহ্যকে জাতীয় প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement