1/ 17


কোন জিনিসের দাম কমল এবং কোন জিনিসের দাম বাড়ল। যে কোনও বাজেটে সাধারণ মানুষের কাছে এগুলিই সবচেয়ে বেশি গুরুত্বপূ্র্ণ৷ ২০২১ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ খুব স্বাভাবিকভাবে সকলের নজর থাকে এই বিষয়ের প্রতি৷ জিএসটি লাগু হওয়ার পর থেকে নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্যের দামের উপর বাজেটের সেরকম প্রভাব পড়েনি ৷ এক নজরে দেখে নিন কোন কোন দ্রব্যের দাম কমল এই বাজেটে৷
3/ 17


বাড়ল মোবাইল ফোনের দাম। মোবাইল ফোন ও চার্জার রফতানি করছি। ২.৫ শতাংশ আমদানি কর সেটার উপর ধার্য করা হল।
4/ 17


অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, মোবাইল ফোন শিল্প খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ফোন ও চার্জার আমরা রফতানি করছি। ২.৫ শতাংশ আমদানি কর সেটার উপর ধার্য করা হল। বাড়তে পারে চার্জারের দাম