মহিলাদের জন্য বিশেষ উপহার নিয়ে এল Union Bank ; জেনে নিন আপনি কী সুবিধা পাবেন ?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Union Bank: ইউনিয়ন ব্যাঙ্কের মহিলা গ্রাহকরা কী কী সুবিধা পাবেন জেনে নিন ৷
advertisement
ডিভা ক্রেডিট কার্ড শুধুমাত্র মহিলা গ্রাহকদের জন্য ব্যাঙ্ক জারি করবে। ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলারা এই 'ডিভা' নামের বিশেষ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যদি কোনও মহিলা বেতন পান তবে তিনি ৬৫ বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। একটি ক্রেডিট কার্ড পেতে সর্বনিম্ন আয় প্রতি বছর ২.৫ লক্ষ টাকা হতে হবে।
advertisement
ইউনিয়ন ব্যাঙ্ক ডিভা ক্রেডিট কার্ড বুক মাই শো, আরবান ক্ল্যাপ, বিগ বাস্কেট, ফ্লিপকার্ট, মন্ত্র, নাইকা ইত্যাদি ব্র্যান্ডের ডিসকাউন্ট ভাউচার অফার করে। ক্রেডিট কার্ডটি বছরে ৮টি বিনামূল্যের ডোমেস্টিক বিমানবন্দর লাউঞ্জ এবং ২টি বিনামূল্যে আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ অফার করে। একই সঙ্গে এই ক্রেডিট কার্ড বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার সুবিধার সঙ্গে আসে।
advertisement
advertisement
advertisement
advertisement







