বিতর্কিত ‘প্রায়োরিটি’ প্ল্যান, ভোডাফোন আইডিয়াকে শোকজ নোটিস TRAI-এর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
নিয়ম ভাঙার জন্য কেন ভোডাফোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সংস্থাকে ৩১ অগাস্টের মধ্যে তার কারণ জানাতে বলেছে ট্রাই ৷
advertisement
এর জন্য ভোডাফোন-আইডিয়াকে শোকজ নোটিস দিল টেলিকম রেগুলেটরি সংস্থা (TRAI) । বিতর্কিত প্রায়োরিটি প্ল্যান নিয়ে ভোডাফোন আইডিয়াকে নোটিস দিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। অফারের স্বচ্ছতার অভাব রয়েছে, বিভ্রান্তিমূলক ও টেলিকম নিয়ন্ত্রক সংস্থার নীতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এই অভিযোগেই নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
নিয়ম ভাঙার জন্য কেন ভোডাফোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সংস্থাকে ৩১ অগাস্টের মধ্যে তার কারণ জানাতে বলেছে ট্রাই ৷ ভোডাফোন অবশ্য এই নিয়ে এখনও কিছু জানায়নি ৷ সূত্রের খবর, বিষয়টি নিয়ে টিডিস্যাটে মামলা চলায় মন্তব্য করতে নারাজ তারা ৷ এর আগে এয়ারটেলের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল ৷ তারা এই মাসুল পরিকল্পনায় পরে অবশ্য বদল এনেছিল ৷
advertisement