বিতর্কিত ‘প্রায়োরিটি’ প্ল্যান, ভোডাফোন আইডিয়াকে শোকজ নোটিস TRAI-এর

Last Updated:
নিয়ম ভাঙার জন্য কেন ভোডাফোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সংস্থাকে ৩১ অগাস্টের মধ্যে তার কারণ জানাতে বলেছে ট্রাই ৷
1/4
বাড়তি টাকা দিলেই বেশি স্পিডের ইন্টারনেট- নতুন এই প্রায়োরিটি প্ল্যান নিয়ে ভালমতোই বেকায়দায় পড়ল ভোডাফোন ৷ ফোর জি সংযোগের এই প্ল্যান ‘বিভ্রান্তিকর’ বলেই দাবি ৷ File Photo
বাড়তি টাকা দিলেই বেশি স্পিডের ইন্টারনেট- নতুন এই প্রায়োরিটি প্ল্যান নিয়ে ভালমতোই বেকায়দায় পড়ল ভোডাফোন ৷ ফোর জি সংযোগের এই প্ল্যান ‘বিভ্রান্তিকর’ বলেই দাবি ৷ File Photo
advertisement
2/4
এর জন্য ভোডাফোন-আইডিয়াকে শোকজ নোটিস দিল টেলিকম রেগুলেটরি সংস্থা (TRAI) । বিতর্কিত প্রায়োরিটি প্ল্যান নিয়ে ভোডাফোন আইডিয়াকে নোটিস দিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। অফারের স্বচ্ছতার অভাব রয়েছে, বিভ্রান্তিমূলক ও টেলিকম নিয়ন্ত্রক সংস্থার নীতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এই অভিযোগেই নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এর জন্য ভোডাফোন-আইডিয়াকে শোকজ নোটিস দিল টেলিকম রেগুলেটরি সংস্থা (TRAI) । বিতর্কিত প্রায়োরিটি প্ল্যান নিয়ে ভোডাফোন আইডিয়াকে নোটিস দিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। অফারের স্বচ্ছতার অভাব রয়েছে, বিভ্রান্তিমূলক ও টেলিকম নিয়ন্ত্রক সংস্থার নীতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এই অভিযোগেই নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
3/4
নিয়ম ভাঙার জন্য কেন ভোডাফোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সংস্থাকে ৩১ অগাস্টের মধ্যে তার কারণ জানাতে বলেছে ট্রাই ৷ ভোডাফোন অবশ্য এই নিয়ে এখনও কিছু জানায়নি ৷ সূত্রের খবর, বিষয়টি নিয়ে টিডিস্যাটে মামলা চলায় মন্তব্য করতে নারাজ তারা ৷ এর আগে এয়ারটেলের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল ৷ তারা এই মাসুল পরিকল্পনায় পরে অবশ্য বদল এনেছিল ৷
নিয়ম ভাঙার জন্য কেন ভোডাফোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সংস্থাকে ৩১ অগাস্টের মধ্যে তার কারণ জানাতে বলেছে ট্রাই ৷ ভোডাফোন অবশ্য এই নিয়ে এখনও কিছু জানায়নি ৷ সূত্রের খবর, বিষয়টি নিয়ে টিডিস্যাটে মামলা চলায় মন্তব্য করতে নারাজ তারা ৷ এর আগে এয়ারটেলের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল ৷ তারা এই মাসুল পরিকল্পনায় পরে অবশ্য বদল এনেছিল ৷
advertisement
4/4
সূত্রের খবর, ভারতী এয়ারটেলকে শো-কজ নোটিস দেওয়া হয়নি। ট্রাইয়ের নিয়ম মেনে চলার প্রস্তাব দিয়েছে এয়ারটেল এবং সংস্থার প্ল্যাটিনাম অফারটি যথাযথভাবে সংশোধন করেছে তারা। সে কারণেই এ বিষয়ে আর তদন্ত চালানো হচ্ছে না।
সূত্রের খবর, ভারতী এয়ারটেলকে শো-কজ নোটিস দেওয়া হয়নি। ট্রাইয়ের নিয়ম মেনে চলার প্রস্তাব দিয়েছে এয়ারটেল এবং সংস্থার প্ল্যাটিনাম অফারটি যথাযথভাবে সংশোধন করেছে তারা। সে কারণেই এ বিষয়ে আর তদন্ত চালানো হচ্ছে না।
advertisement
advertisement
advertisement