ভারতীয় বিমান সংস্থাগুলি সম্প্রতি ব্যবসার দিক থেকে খুব একটা ভাল অবস্থায় নেই ৷ গত বেশ কয়েকমাসে এয়ার ইন্ডিয়া, জেট এয়ারওয়েজের মতো দেশের প্রথমসারির এয়ারলাইন্সগুলির ক্ষতির বহর ভালমতোই বেড়েছে ৷ ব্যবসায় লাভের পরিমাণ কমেছে ইন্ডিগোরও ৷ কিন্তু এসবের মধ্যেও বিমান পরিবহনের ব্যবসায় আগামী দিনে ভারতের সম্ভাবনা অনেক উজ্জ্বল বলেই ভবিষ্যদ্বাণী করা হচ্ছে ৷ যাত্রীর সংখ্যা যেমন বেড়েছে , তেমনি দেশের বিভিন্ন ছোট-মাঝারি এয়ারপোর্টগুলিতেও এখন বিমান চলাচল শুরু হয়েছে ৷ দেশের মধ্যে বেড়েছে বিমান চলাচলের সংখ্যা ৷ তেমনি বিদেশের বিভিন্ন রুটেও বাড়ছে বিমান চলাচলের সংখ্যা ৷ যেভাবে দেশের বিমানবন্দরগুলিতে বিমান ওঠানামার সংখ্যা এবং যাত্রী সংখ্যা বাড়ছে, তাতে আগামী কয়েকবছরে ভারতের বিমান পরিবহন ব্যবসায় আরও উন্নতি আশা করা হচ্ছে ৷ ২০২৬-এর মধ্যেই বিমান চলাচলের ব্যবসায় ভারত শীর্ষস্থান দখল করবে বলে মনে করা হচ্ছে ৷ বিমান ওঠানামা, কার্গো এবং যাত্রী সংখ্যায় দেশের সেরা ১০টি বিমানবন্দর কোনগুলি, দেখে নিন সেই তালিকা ৷
১. ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি
ভারতের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের তালিকায় গত কয়েকবছর ধরেই এক নম্বর স্থান ধরে রেখেছে রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর ৷ যাত্রী, বিমান এবং কার্গো ওঠানামায় দেশের বাকী বিমানবন্দরগুলির চেয়ে অনেকাংশেই এগিয়ে IGI এয়ারপোর্ট ৷ Airbus A320 এয়ারক্রাফ্ট ওঠানামা গোটা বিশ্বে সবচেয়ে বেশি হয় দিল্লি বিমানবন্দরে ৷ ইতিমধ্যেই তিনটি টার্মিনাল বিমান ওঠানামার জন্য রয়েছে এই এয়ারপোর্টে ৷ আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়ানোর দিকে নজর দিয়েছে সরকার ৷ ২০৩০-এর মধ্যেই ১০ কোটি যাত্রী এই বিমানবন্দর থেকে যাতাযাত করতে পারবে বলে মনে করা হচ্ছে ৷ বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের তালিকায় ১৬ নম্বরে রয়েছে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর ৷ ২০১৭-১৮ অর্থবর্ষের রিপোর্ট অনুযায়ী এই বিমানবন্দরে যাত্রী ওঠানামার সংখ্যা: ৬৫,৬৯১,৬৬২, বিমান ওঠানামার সংখ্যা: ৪৪১,২৯৯ এবং কার্গো ওঠানামার পরিমাণ: ৯৬৩,০৩২ টন
২. ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বই
ভারতের সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্টগুলির তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর ৷ এশিয়ায় ১৪ নম্বরে এবং গোটা বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলির তালিকায় ২৯ নম্বরে রয়েছে এই বিমানবন্দর ৷ ২০১৭-১৮ অর্থবর্ষে এই বিমানবন্দরে যাত্রী, বিমান এবং কার্গো ওঠানামার পরিমাণ দেখে নিন ৷ Passenger Movements: 48,496,430, Aircraft Movements: 320,689, Cargo Movements: 906,321 tonnes
৩. কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, বেঙ্গালুরু: ভারতের ব্যস্ততম বিমানবন্দরগুলির তালিকায় তিন নম্বরে রয়েছে বেঙ্গালুরুর বিমানবন্দর ৷ ২০১৭-১৮ অর্থবর্ষের হিসেব অনুযায়ী এশিয়ার ব্যস্ততম এয়ারপোর্টগুলির তালিকায় ৩৪ নম্বরে রয়েছে কেম্পেগৌড়া ৷ দিনে ৬০০-রও বেশি বিমান চলাচল করে এই বিমানবন্দরে ৷ দেশের মধ্যে এই এয়ারপোর্টই একমাত্র পুরোপুরিভাবে সৌর-শক্তি চালিত এয়ারপোর্ট ৷ Passenger Movements: 26,910,431, Aircraft Movements: 196,560, Cargo Movements: 348,403 tonnes (২০১৭-১৮)
৪. চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর: চেন্নাইয়ের মূল শহর থেকে ২১ কিমি দূরে অবস্থিত এই এয়ারপোর্ট ৷ প্যাসেঞ্জার ট্রাফিকের নিরিখে দেশের মধ্যে এই এয়ারপোর্ট চতুর্থ স্থানে রয়েছে ৷ এশিয়ার মধ্যে ব্যস্ততম এয়ারপোর্টগুলির তালিকাতেও ৫০ নম্বরে রয়েছে এই বিমানবন্দর ৷ ২০১৭-১৮ অর্থবর্ষে ২০ মিলিয়নেরও বেশি যাত্রী ওঠানামা করেছিল এই এয়ারপোর্ট থেকে ৷ Passenger Movements: 20,361,482 Aircraft Movements: 155,123, Cargo Movements: 417,787 tonnes
৫. নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা
দেশের ব্যস্ততম এয়ারপোর্টগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর ৷ ২০১৭-১৮-তে প্রায় ২ কোটি যাত্রী ওঠানামা করেছিল এই এয়ারপোর্টে ৷ যদিও বিমান ওঠানামার সংখ্যায় এবছর হায়দরাবাদের বিমানবন্দর থেকে কিছুটা পিছিয়ে পড়েছে কলকাতা বিমানবন্দর ৷ Passenger Movements: 19,892,524, Aircraft Movements: 148,802, Cargo Movements: 163,323 tonnes
৬. রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, হায়দরাবাদ
হায়দরাবাদের মূল শহর থেকে ২২ কিমি দূরে শামসাবাদে অবস্থিত এই বিমানবন্দর ৷ ভারতের ব্যস্ততম এয়ারপোর্টগুলির মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে এই এয়ারপোর্ট ৷ ২০১৭-১৮ অর্থবর্ষে প্রায় ১.৮ মিলিয়ন যাত্রী ওঠানামা করেছে এই বিমানবন্দরে ৷ Passenger Movements: 18,156,789, Aircraft Movements: 1,49,581, Cargo Movements: 134,141 tonnes