

ক্রেডিট কার্ড হয়তো সবার কাছে থাকে না ৷ কিন্তু ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করেন না বা কার্ড নেই, এমন মানুষের সংখ্যা এখন অত্যন্ত কম ৷ তাই ব্যবহার যখন করতেই হবে, তখন যে সমস্ত ব্যাঙ্কের কার্ডগুলি তুলনায় আপনাকে একটু বেশি সুবিধা দিচ্ছে ৷ সেগুলি ব্যবহার করলে মন্দ কী ৷ আসুন দেখে নেওয়া যাক চলতি বছর অর্থাৎ ২০২০-তে সেরা ১০টি ব্যাঙ্কের ডেবিট কার্ড কোনগুলি ৷


1. HDFC Bank Millennia Debit Card: এইচডিএফসি ব্যাঙ্কের এই ডেবিট কার্ড অত্যন্ত ভাল ৷ PayZapp এবং SmartBuy দিয়ে শপিং করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যায় ৷ যে কোনও অনলাইনে কেনাকাটায় ২.৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যায় ৷ অফলাইনে কেনাকাটা এবং ওয়ালেট রিলোডে ১ শতাংশ ক্যাশব্যাক ৷ বছরে চার বার ডোমেস্টিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার করা যাবে ৷ দুর্ঘটনাজনিত ইনস্যুরেন্স থাকছে ১০ লক্ষ টাকা পর্যন্ত ৷ এই কার্ডের বার্ষিক ফি ৫০০ টাকা + জিএসটি ৷


2. DCB Bank Cashback Debit Card: ডিসিবি ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এই ক্যাশব্যাক ডেবিট কার্ড অত্যন্ত লাভজনক ৷ কারণ এতে অনলাইন ও অফলাইন কেনাকাটায় ১.৬ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যায় ৷ ডেবিট কার্ডের জন্য কোনও বার্ষিক ফি নেই ৷ নিজের অ্যাকাউন্ট নম্বর নিজেই বেছে নিতে পারবেন ৷ প্রত্যেক ডিসিবি ব্যাঙ্ক ও ভিসা এটিএমে আনলিমিটেড টাকা তোলার সুবিধা পেতে পারবেন ৷ লাগবে না কোনও চার্জেস ৷ মাসে সবচেয়ে বেশি ২০০০ টাকা এবং বছরে সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহকরা ৷


3. Axis Bank Priority Debit Card: এই কার্ডে অনলাইন ২৫ হাজার টাকা কেনাকাটায় ১২৫০০ রিওয়ার্ডস পয়েন্ট অর্থাৎ প্রতি ত্রৈমাসিকে ২৫০০ টাকা পাওয়া যায় ৷ দেশের মধ্যে কেনাকাটায় প্রতি ২০০ টাকায় ১ রিওয়ার্ড পয়েন্ট ৷ পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে প্রতি ২০০ টাকা কেনাকাটায় ৩ রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায় ৷ প্রতি কোয়ার্টারে ২টি ডোমেস্টিক বিমানবন্দর লাউঞ্জ কমপ্লিমেন্টারি ব্যবহারের সুবিধাও থাকছে এই ডেবিট কার্ডে ৷ অনলাইন ট্রানজাকশনে ভাল রিওয়ার্ড রেট থাকলেও অফলাইনে তেমন ভাল রিওয়ার্ড রেট নয় ৷ কার্ডের জন্য কোনও বার্ষিক ফি নেই ৷


4. IndusInd Bank Signature Exclusive Debit Card: এই কার্ডে জিরো ক্রস কারেন্সি মার্ক আপ ৷ ৪০ হাজার টাকার বেশি কেনাকাটায় 6X রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায় ৷ প্রতি কোয়ার্টারে ২টি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুযোগ ৷ থাকছে BookMyShow-তে একটা টিকিটের সঙ্গে একটা টিকিট বিনামূল্যে পাওয়ার অফারও ৷


5. Citi Priority World Debit Card: প্রতি ১৫০ টাকা খরচে ২ রিওয়ার্ড পয়েন্ট ৷ আনলিমিটেড ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা ৷ এর সঙ্গে ৮টির বেশি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধাও থাকছে ৷ থাকছে গলফ খেলার অফার ৷ BookMyShow-তে একটি টিকিটের সঙ্গে আরও একটি টিকিট বিনামূল্যে পাওয়া যাবে ৷ তবে সিটি ব্যাঙ্ক অবশ্যই উচ্চ-বিত্ত গ্রাহকদের জন্য ৷ কারণ বার্ষিক ১৫ লক্ষ টাকা NRV বজায় রাখা অনেকের পক্ষেই কঠিন কাজ ৷ এই ডেবিট কার্ডের কোনও বার্ষিক ফি অবশ্য নেই ৷


6. HDFC Bank EasyShop Platinum Debit Card: এই কার্ডে টেলিকম ও ইউটিলিটিস বিলে ১ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে ৷ মুদি-সামগ্রী, সুপারমার্কেট, রেস্তোরাঁ, এবং অন্যান্য এন্টারটেনমেন্ট খরচে ০.৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে ৷ থাকছে প্রতি কোয়ার্টারে দুটি কমপ্লিমেন্টারি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধাও ৷ তবে এই কার্ডের বার্ষিক ফি ৭৫০ টাকা + জিএসটি ৷


7. ICICI Bank Coral Debit Card: এই কার্ডে ৪ পেব্যাক পয়েন্ট প্রতি ২০০ টাকা খরচে ৷ BookMyShow-তে একটা টিকিটের সঙ্গে আরও একটা টিকিট ফ্রি ৷ একই অফার থাকছে আইনক্স সিনেমার ক্ষেত্রেও ৷ থাকছে ১ শতাংশ ফুয়েল সারচার্জ ওয়েভার ৷ এবং ইনস্যুরেন্স কভারেজ ৷ ২০ লক্ষ টাকা পর্যন্ত এয়ার অ্যাক্সিডেন্ট, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্স থাকছে ১০ লক্ষ টাকা ৷


8. Bank of India RuPay Platinum Debit Card: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই কার্ডের বার্ষিক ফি ৩০০ টাকা ৷ প্রতি ১০০ টাকা খরচে ৩ রিওয়ার্ড পয়েন্ট পাবেন গ্রাহকরা ৷ থাকছে প্রতি কোয়ার্টারে ২টি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা ৷ এবং ইউটিলিটি বিল পেমেন্টে ৫ শতাংশ ক্যাশব্যাক ৷


9. Central Bank of India RuPay Platinum Debit Card: প্রতি ১০০ টাকায় ১.৫ রিওয়ার্ড পয়েন্ট ৷ ইউটিলিটি বিল পেমেন্টে ৫ শতাংশ ক্যাশব্যাক ৷ এবং প্রতি কোয়ার্টারে ২টি অর্থাৎ বছরে সবমিলিয়ে ৮টি ডোমেস্টিক লাউঞ্জ ব্যবহারের সুবিধাও থাকছে এই কার্ডে ৷


10. SBI Platinum Debit Card: সাধারণত ভিসা বা মাস্টারকার্ডের প্ল্যাটিনাম ডেবিট কার্ড ব্যবহার করলে তার বার্ষিক ফি অনেক বেশি থাকে ৷ কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেই এই বার্ষিক ফি-র পরিমাণ প্ল্যাটিনাম ডেবিট কার্ডে অনেকটাই কম ৷ এই কার্ডে মিউচ্যুয়াল ফান্ড ছাড়া যে কোনও লেনদেনে পাবেন ০.২৫ শতাংশ রিওয়ার্ড রেট ৷ এবং জন্মদিনে দু’গুণ বেশি রিওয়ার্ড পয়েন্ট ৷ প্রতি কোয়ার্টারে ২টি ডোমেস্টিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধাও পাওয়া যায় এই ডেবিট কার্ডে ৷