গোটা বছর একটু বুদ্ধি করে চললেই সহজে আয়কর থেকে মুক্তি মেলে ! জেনে নিন কীভাবে--
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
advertisement
advertisement
বেতনভুকদের উপরে লাগু হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। শেয়ার, প্রপার্টি এবং সোনাদানা কেনার উপর এই ট্যাক্স চার্জ করা হয়। এর থেকে বাঁচার উপায় হল একটি নির্দিষ্ট ক্যাপিটাল গেইন-এর জন্য যত টাকা কর দেওয়ার কথা, অপর একটি খাতে ক্যাপিটাল লস দেখিয়ে সেই করের পরিমাণ যতটা পারা যায় বাঁচানো। এই জটিল অঙ্ক অবশ্যই একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে করাতে হবে। Photo Source-Collected
advertisement
advertisement
advertisement
advertisement
অর্থবর্ষের শুরুতেই অফিসের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে জানিয়ে দিন, এ যাবৎ আপনি কী কী বিনিয়োগ বা সাশ্রয় করেছেন এবং চলতি বছরে আর কী কী পরিকল্পনা আছে। হিসেব-নিকেশ করে যদি দেখা যায় , আপনার সমস্ত খাতে ছাড়ের পরেও কিছু টাকা কর দিতে হবে, তখন আপনার হাতে সময় থাকবে আরও নতুন কোনও বিনিয়োগ করে কর বাঁচানোর। Photo Source-Collected
