গোটা বছর একটু বুদ্ধি করে চললেই সহজে আয়কর থেকে মুক্তি মেলে ! জেনে নিন কীভাবে--

Last Updated:
1/8
প্রায় সবাইকেই গুনতে হয় আয়কর। কিন্তু মাসের বাজার থেকে অন্যান্য কেনাকাটা এমনকী রেস্তোরাঁতেও তো কর তো দিই। তারপরও আয়কর দেব কেন? এর কিছুটা দিতে হয় নিজেদের গাফিলতির জন্যেই। অথচ, সারা বছর সচেতন থাকলে সহজেই আয়কর থেকে মুক্তি মেলে! জেনে নিন কীভাবে-- Photo Source-Collected
প্রায় সবাইকেই গুনতে হয় আয়কর। কিন্তু মাসের বাজার থেকে অন্যান্য কেনাকাটা এমনকী রেস্তোরাঁতেও তো কর তো দিই। তারপরও আয়কর দেব কেন? এর কিছুটা দিতে হয় নিজেদের গাফিলতির জন্যেই। অথচ, সারা বছর সচেতন থাকলে সহজেই আয়কর থেকে মুক্তি মেলে! জেনে নিন কীভাবে-- Photo Source-Collected
advertisement
2/8
গৃহঋণের ইএমআই-এর উপরে দু’ভাবে কর ছাড় পাওয়া যায়। ইএমআই-এর দু’টি অংশ—আসল এবং সুদ। এই আসলের উপর ৮০সি খাতে কর ছাড় হয়। আবার ইমআই-এর ‘ইন্টারেস্ট’ অংশটির জন্যেও ছাড় পাওয়া যায় বছরে ২ লক্ষ টাকা পর্যন্ত। Photo Source-Collected
গৃহঋণের ইএমআই-এর উপরে দু’ভাবে কর ছাড় পাওয়া যায়। ইএমআই-এর দু’টি অংশ—আসল এবং সুদ। এই আসলের উপর ৮০সি খাতে কর ছাড় হয়। আবার ইমআই-এর ‘ইন্টারেস্ট’ অংশটির জন্যেও ছাড় পাওয়া যায় বছরে ২ লক্ষ টাকা পর্যন্ত। Photo Source-Collected
advertisement
3/8
ইপিএফ, পিপিএফ, ট্যাক্স-ছাড়ের সুবিধা আছে এমন মিউচুয়াল ফান্ড বা ইকুয়িটি লিঙ্কড সেভিংস স্কিম, ট্যাক্স সেভিং এফডি, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম—এই সব খাতে বিনিয়োগ করলে কর বাঁচে। Photo Source-Collected
ইপিএফ, পিপিএফ, ট্যাক্স-ছাড়ের সুবিধা আছে এমন মিউচুয়াল ফান্ড বা ইকুয়িটি লিঙ্কড সেভিংস স্কিম, ট্যাক্স সেভিং এফডি, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম—এই সব খাতে বিনিয়োগ করলে কর বাঁচে। Photo Source-Collected
advertisement
4/8
বেতনভুকদের উপরে লাগু হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। শেয়ার, প্রপার্টি এবং সোনাদানা কেনার উপর এই ট্যাক্স চার্জ করা হয়। এর থেকে বাঁচার উপায় হল একটি নির্দিষ্ট ক্যাপিটাল গেইন-এর জন্য যত টাকা কর দেওয়ার কথা, অপর একটি খাতে ক্যাপিটাল লস দেখিয়ে সেই করের পরিমাণ যতটা পারা যায় বাঁচানো। এই জটিল অঙ্ক অবশ্যই একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে করাতে হবে। Photo Source-Collected
বেতনভুকদের উপরে লাগু হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। শেয়ার, প্রপার্টি এবং সোনাদানা কেনার উপর এই ট্যাক্স চার্জ করা হয়। এর থেকে বাঁচার উপায় হল একটি নির্দিষ্ট ক্যাপিটাল গেইন-এর জন্য যত টাকা কর দেওয়ার কথা, অপর একটি খাতে ক্যাপিটাল লস দেখিয়ে সেই করের পরিমাণ যতটা পারা যায় বাঁচানো। এই জটিল অঙ্ক অবশ্যই একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে করাতে হবে। Photo Source-Collected
advertisement
5/8
ট্রাভেল অ্যালাওয়েন্স এবং মেডিক্যাল এক্সপেন্সের উপরেও পাওয়া যায় ট্যাক্স ছাড়। পাশাপাশি, ছেলেমেয়েদের স্কুলের টিউশন ফি-তে বাঁচে ট্যাক্স। ফি যদি ব্যাঙ্কের মাধ্যমে হয় তো ভাল। ক্যাশে জমা করলে অবশ্যই রসিদ রেখে দিন।  Photo Source-Collected
ট্রাভেল অ্যালাওয়েন্স এবং মেডিক্যাল এক্সপেন্সের উপরেও পাওয়া যায় ট্যাক্স ছাড়। পাশাপাশি, ছেলেমেয়েদের স্কুলের টিউশন ফি-তে বাঁচে ট্যাক্স। ফি যদি ব্যাঙ্কের মাধ্যমে হয় তো ভাল। ক্যাশে জমা করলে অবশ্যই রসিদ রেখে দিন। Photo Source-Collected
advertisement
6/8
স্যালারি প্যাকেজের বেশ কয়েকটি অ্যালাওয়েন্স ট্যাক্স-ফ্রি। যেমন--কনভেয়ান্স, ড্রাইভার, নিউজপেপার-বুকস-ম্যাগাজিন, ইউনিফর্ম, টেলিফোন ও মোবাইল, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ও অফিস এন্টারটেইনমেন্ট।  Photo Source-Collected
স্যালারি প্যাকেজের বেশ কয়েকটি অ্যালাওয়েন্স ট্যাক্স-ফ্রি। যেমন--কনভেয়ান্স, ড্রাইভার, নিউজপেপার-বুকস-ম্যাগাজিন, ইউনিফর্ম, টেলিফোন ও মোবাইল, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ও অফিস এন্টারটেইনমেন্ট। Photo Source-Collected
advertisement
7/8
জীবনবিমা ও স্বাস্থ্যবিমা, এই দু’য়েরই প্রিমিয়ামের উপরে পাওয়া যায় ট্যাক্স ছাড়। তবে সব পলিসিতে এই সুবিধা নেই। বিমা করার সময়ে ভাল করে পড়ে দেখে নিন কী কী খাতে ট্যাক্স ছাড় পাওয়া যাবে।  Photo Source-Collected
জীবনবিমা ও স্বাস্থ্যবিমা, এই দু’য়েরই প্রিমিয়ামের উপরে পাওয়া যায় ট্যাক্স ছাড়। তবে সব পলিসিতে এই সুবিধা নেই। বিমা করার সময়ে ভাল করে পড়ে দেখে নিন কী কী খাতে ট্যাক্স ছাড় পাওয়া যাবে। Photo Source-Collected
advertisement
8/8
অর্থবর্ষের শুরুতেই অফিসের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে জানিয়ে দিন, এ যাবৎ আপনি কী কী বিনিয়োগ বা সাশ্রয় করেছেন এবং চলতি বছরে আর কী কী পরিকল্পনা আছে। হিসেব-নিকেশ করে যদি দেখা যায় , আপনার সমস্ত খাতে ছাড়ের পরেও কিছু টাকা কর দিতে হবে, তখন আপনার হাতে সময় থাকবে আরও নতুন কোনও বিনিয়োগ করে কর বাঁচানোর। Photo Source-Collected
অর্থবর্ষের শুরুতেই অফিসের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে জানিয়ে দিন, এ যাবৎ আপনি কী কী বিনিয়োগ বা সাশ্রয় করেছেন এবং চলতি বছরে আর কী কী পরিকল্পনা আছে। হিসেব-নিকেশ করে যদি দেখা যায় , আপনার সমস্ত খাতে ছাড়ের পরেও কিছু টাকা কর দিতে হবে, তখন আপনার হাতে সময় থাকবে আরও নতুন কোনও বিনিয়োগ করে কর বাঁচানোর। Photo Source-Collected
advertisement
advertisement
advertisement