Vegetable Farming: ২০ টাকায় হুবহু খাসির মাংসের স্বাদ...! বাজারে প্রচুর চাহিদা, 'এই' সবজি চাষে ৪-৫ লক্ষ টাকা লাভ, কী বলুন তো?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Vegetable Farming: গজেন্দ্র জাতের সুরান বা ওল চাষ থেকে প্রচুর আয়। বাজারে চাহিদা অনেক বেশি। ১ একর জমিতে গজেন্দ্র জাতের সুরান চাষ করে ২০-২৫ টন ফলন পাওয়া যায়, তা থেকে অনায়াসে ৪ থেকে ৪.৫ লক্ষ টাকা আয় হয়।
*শুধু ভারতেই নয়, আরব দেশগুলিতেও সুরান অর্থাৎ অলের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এইর চাষ একটি লাভজনক পেশায় পরিণত হয়েছে। আগে গ্রামের ফাঁকা জায়গায়, বাগানে বা নর্দমার কাছাকাছি অল্প জায়গা থাকলে ওল চাষ করা হত। কিন্তু এখন কৃষকরা বৈজ্ঞানিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে এই সবজির চাষ করছেন। এই ফসল কম পরিশ্রমে বেশি লাভ দেয়। এখানে রোগ ও কীটপতঙ্গের প্রাদুর্ভাব কম, যার কারণে কৃষকরা সহজেই এটি চাষ করতে পারেন।
advertisement
advertisement
*সুরান অর্থাৎ জিমিকান্দ বা ওল গরম, তাই এই সব খাবারে গলা ধরার সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে সুরানের নানা জাত উদ্ভাবন করা হয়েছে, যা খেলে চুলকানির সমস্যা হয় না। সুরান 'গজেন্দ্র' এর সর্বাধিক জনপ্রিয় জাতটি দেশের সমস্ত রাজ্যে বেশি জনপ্রিয়। এ ছাড়া গজেন্দ্র এন-১৫, রাজেন্দ্র অল কোয়েম্বাটুর ও সাঁতরা গাচি জাতের ওলও খুবই ভাল। এসব জাত একর প্রতি ২০ থেকে ২৫ টন ফলন দেয়।
advertisement
advertisement
advertisement