৬ দিনে ২৪ হাজার কোটি টাকার 'নিট মুনাফা'! কোন মন্ত্রে শেয়ার বাজারে ঝড় তুলল এই সংস্থা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Oracle Financial Services Software(OFSS)-এর শেয়ার নিয়ে এখন খুবই আলোচনা চলছে। কারণ এরকমই কাণ্ড ঘটিয়ে ফেলেছে তারা।
advertisement
Oracle Financial Services Software(OFSS)-এর শেয়ার নিয়ে এখন খুবই আলোচনা চলছে। কারণ এরকমই কাণ্ড ঘটিয়ে ফেলেছে তারা। গত ১৮ জানুয়ারি, শেয়ার বাজার বড়সড় পতনের মুখে পড়ে। প্রায় সমস্ত শেয়ারের অবস্থাই খারাপ হয়ে যায়। কিন্তু ঠিক সেই সময় এই স্টকটি ৩০ শতাংশ বৃদ্ধি মুখ দেখেছে। ১৯ জানুয়ারিও এই স্টক ৫ শতাংশ বৃদ্ধি রিপোর্ট করেছে।
advertisement
advertisement
advertisement
দেখে নেওয়া যাক কিছু কারণ—গত ৬ দিনে এই শেয়ারের দাম ২,৮৪৬ টাকা বেড়েছে।
গত ১১ জানুয়ারি, বৃহস্পতিবার যখন বাজার খোলে তখন Oracle Financial Services-এর শেয়ারের দাম ছিল ৪,৩২৭ টাকা। ১৯ জানুয়ারি, এই শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৭,১৭৩ টাকা। মাত্র ৬টি ট্রেডিং সেশনে, সংস্থার স্টক ২,৮৪৬ টাকা বেড়েছে, প্রায় ৬৫ শতাংশ রিটার্ন দিয়েছে।
advertisement
advertisement
কীকরে ঘটল এমন ঘটনা—Oracle Financial Services Software (OFSS)-এর শেয়ারে এই পরিমাণ বৃদ্ধি সংস্থার ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল। সংস্থাটি এই ত্রৈমাসিকে ৪৩৭.৩ কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে। অপারেশনাল রেভেন্যু ২৫.৯ শতাংশ বেড়ে ১৮২৩.৬ কোটি টাকা হয়েছে। যা গত আর্থিক বছরের একই ত্রৈমাসিকে ১৪৪৯.২ কোটি টাকা ছিল।