সুখবর! কর্মচারীদের ১ লক্ষ টাকা বোনাস দিচ্ছে এই সরকারি সংস্থা !

Last Updated:
শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম ৷ আর স্বাভাবিক ভাবেই এই মাসে সকলেরই খরচা বেড়ে যায় ৷ কিন্তু এই সময় যদি বোনাস পাওয়া যায় তাহলে উৎসবের আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে যায় ৷
1/4
শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম ৷ আর স্বাভাবিক ভাবেই এই মাসে সকলেরই খরচা বেড়ে যায় ৷ কিন্তু এই সময় যদি বোনাস পাওয়া যায় তাহলে উৎসবের আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে যায় ৷ The Singareni Collieries Company Limited দশেরা উপলক্ষ্যে তাদের কর্মচারীদের ১.০১ লক্ষ টাকার বোনাস দিতে চলেছে ৷ এটি সংস্থাটি সঞ্চালন করে  কেন্দ্রীয় সরকার ৷ বৃহস্পতিবার সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ বিধানসভায় ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও জানিয়েছেন SCCL এর গ্রোথ গত পাঁচ বছরে বেশ ভাল হয়েছে এবং তার ক্রেডিট সম্পূর্ণ কর্মচারীদের ৷ তিনি আরও জানিয়েছেন কর্মচারীরা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে রাষ্ট্রের সম্পদ বৃদ্ধির প্রয়াস করে চলেছে ৷ মুখ্যমন্ত্রী আরও জানান সেনাদের তুলনায় তাদের কাজ কোনও দিক থেকেই কম নয় ৷
শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম ৷ আর স্বাভাবিক ভাবেই এই মাসে সকলেরই খরচা বেড়ে যায় ৷ কিন্তু এই সময় যদি বোনাস পাওয়া যায় তাহলে উৎসবের আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে যায় ৷ The Singareni Collieries Company Limited দশেরা উপলক্ষ্যে তাদের কর্মচারীদের ১.০১ লক্ষ টাকার বোনাস দিতে চলেছে ৷ এটি সংস্থাটি সঞ্চালন করে কেন্দ্রীয় সরকার ৷ বৃহস্পতিবার সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ বিধানসভায় ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও জানিয়েছেন SCCL এর গ্রোথ গত পাঁচ বছরে বেশ ভাল হয়েছে এবং তার ক্রেডিট সম্পূর্ণ কর্মচারীদের ৷ তিনি আরও জানিয়েছেন কর্মচারীরা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে রাষ্ট্রের সম্পদ বৃদ্ধির প্রয়াস করে চলেছে ৷ মুখ্যমন্ত্রী আরও জানান সেনাদের তুলনায় তাদের কাজ কোনও দিক থেকেই কম নয় ৷
advertisement
2/4
রাও আরও জানিয়েছেন SCCL গত বছরের তুলনায় প্রায় ৪০,০০০ টাকার বেশি বোনাস দিতে চলেছে ৷ এটা সংস্থার প্রফিট থেকে দেওয়া হবে ৷ অথার্ৎ হিসেব অনুযায়ী, প্রত্যেক কর্মচারী ১,০০,৮৯৯ টাকা বোনাস পেতে চলেছেন ৷ এই সংস্থায় প্রায় ৪৮০০০ জন কর্মরত যারা দশেরায় এই বোনাস পেতে চলেছে ৷
রাও আরও জানিয়েছেন SCCL গত বছরের তুলনায় প্রায় ৪০,০০০ টাকার বেশি বোনাস দিতে চলেছে ৷ এটা সংস্থার প্রফিট থেকে দেওয়া হবে ৷ অথার্ৎ হিসেব অনুযায়ী, প্রত্যেক কর্মচারী ১,০০,৮৯৯ টাকা বোনাস পেতে চলেছেন ৷ এই সংস্থায় প্রায় ৪৮০০০ জন কর্মরত যারা দশেরায় এই বোনাস পেতে চলেছে ৷
advertisement
3/4
রাও জানিয়েছেন তেলঙ্গনার বিকাশে জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মাইনিং সংস্থা SCCL ৷ কর্মচারীদের কথা মাথায় রেখে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
রাও জানিয়েছেন তেলঙ্গনার বিকাশে জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মাইনিং সংস্থা SCCL ৷ কর্মচারীদের কথা মাথায় রেখে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
4/4
২০১৩-১৪ সালে কর্মচারীদের ১৩৫৪০ টাকা বোনাস হিসেবে দেওয়া হয়েছিল ৷ ২০১৭-১৮ সালে ৬০৩৬৯ টাকা বোনাস দেওয়া হয় ৷ প্রত্যেক বছর কয়লা উৎপাদন বেড়েই চলেছে ৷ ২০১৮-১৯ সালে  রেকর্ড ৬৪৪.১ লক্ষ টন কয়লা উৎপাদন করেছে এবং এর জেরে ১৭৬৫ কোটি টাকার প্রফিট করেছে ৷
২০১৩-১৪ সালে কর্মচারীদের ১৩৫৪০ টাকা বোনাস হিসেবে দেওয়া হয়েছিল ৷ ২০১৭-১৮ সালে ৬০৩৬৯ টাকা বোনাস দেওয়া হয় ৷ প্রত্যেক বছর কয়লা উৎপাদন বেড়েই চলেছে ৷ ২০১৮-১৯ সালে রেকর্ড ৬৪৪.১ লক্ষ টন কয়লা উৎপাদন করেছে এবং এর জেরে ১৭৬৫ কোটি টাকার প্রফিট করেছে ৷
advertisement
advertisement
advertisement