আজই সেরে ফেলুন এই কাজগুলি, না হলে এপ্রিল মাসে হতে পারে বড় বিপুদ
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে অগ্রিম কর প্রদানের শেষ তারিখ। তবে আরও কিছু কাজ করা যেতে পারে আগামী কয়েক দিনের মধ্যেই।
আরও একটা বছর শেষ হয়ে এল, না গ্রেগরিয়ান ক্যালেন্ডারের কথা হচ্ছে না। বরং শেষ হয়ে আসছে ২০২২-২৩ অর্থবর্ষ। আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যেই সেরে ফেলতে হবে এই আর্থিক বছরের সব কাজ। ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে অগ্রিম কর প্রদানের শেষ তারিখ। তবে আরও কিছু কাজ করা যেতে পারে আগামী কয়েক দিনের মধ্যেই। নতুন আর্থিক বছর শুরুর আগেই যে কাজ ক’টি না করে ফেললেই নয় সেগুলি হল—
advertisement
PAN-আধার লিঙ্কিং আয়কর বিভাগের তরফ থেকে চলতি বছর মার্চের শেষ পর্যন্ত সময় দেওয়া হয়েছে PAN-এর সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নেওয়ার জন্য। এটি বাধ্যতামূলক বিষয়। লিঙ্ক করানো না গেলে PAN 'নিষ্ক্রিয়' হয়ে যাবে। ফলে আয়কর রিটার্ন দাখিল করা বা অন্য কাজ করতে অসুবিধা হতে পারে। ৩১ মার্চের পর PAN এবং আধার লিঙ্ক করাতে গেলে গুণতে হবে ১০০০ টাকার জরিমানা।
advertisement
কর সাশ্রয়ী বিনিয়োগ ২০২২-২৩ অর্থবর্ষের জন্য আয়কর-সঞ্চয় বিনিয়োগের সময়সীমা ৩১ মার্চ, ২০২৩-এ শেষ হবে। যাঁরা ২০২২-২৩ আর্থিক বছরের জন্য পুরনো কর ব্যবস্থা বেছে নিয়েছেন তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ। করদাতারা পুরনো কর ব্যবস্থার অধীনে বিনিয়োগের জন্য বিভিন্ন ছাড় দাবি করতে পারেন। এর মধ্যে অন্যতম হল জীবন বিমা পলিসি, পিপিএফ, এবং আএলএসএস। আয়কর আইনের ৮০ নম্বর ধারায় প্রদত্ত প্রিমিয়াম-সহ বিভিন্ন বিনিয়োগে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যেতে পারে। ৮০ডি ধারায় স্বাস্থ্য বিমার প্রিমিয়াম এবং ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা ছাড় পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement