জেনে রাখুন সোনা কেনার মূলমন্ত্র! আর ঠকাতে পারবে না কেউ
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
সোনার গয়নার ক্ষেত্রে ৫টি আলাদা হলমার্ক বিভাগ রয়েছে - ২৩, ২২, ২০, ১৮ এবং ১৪। ২৩ ক্যারেটে ৮৫.৮৮ শতাংশ, ২২ ক্যারেটে ৯১.৬৬ শতাংশ।
advertisement
advertisement
১. সোনার ক্যারেট: সোনা এবং সোনার গয়নায় হলমার্ক থাকে। ২৪ ক্যারেটের সোনার বিস্কুট কিনলে ২৪ ক্যারেটের সোনার দাম অনুযায়ী তার মূল্য নির্ধারণ হবে। সোজা কথায় দাম একই থাকবে। কিন্তু সোনার গয়নার ক্ষেত্রে ৫টি আলাদা হলমার্ক বিভাগ রয়েছে - ২৩, ২২, ২০, ১৮ এবং ১৪। সেই অনুযায়ী সোনার দাম ঠিক হয়। ২৩ ক্যারেটে ৮৫.৮৮ শতাংশ, ২২ ক্যারেটে ৯১.৬৬ শতাংশ, ২০ ক্যারেটে ৮৪ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫.৭৬ শতাংশ এবং ১৪ ক্যারেটে ৫৮.৫০ শতাংশ সোনা থাকে।
advertisement
advertisement
advertisement