এই মিউচুয়াল ফান্ডগুলি লোকসানে চলছে অনেক দিন, এ বার কী করা উচিত?
Last Updated:
লগ্নিকারীরা ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে এসআইপি-র সাহায্যে মিউচুয়াল ফান্ডে ৮৮ হাজার ৬৬৭ কোটি টাকা লগ্নি করেছিল৷ আপনার যদি লোকসান হয়ে থাকে, তা হলে কী করবেন?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মাঝে মাঝে একটি ফান্ড থেকে অন্য ফান্ডে শিফট করা জরুরি৷ বিশেষজ্ঞদের মতে, নেগেটিভ রিটার্ন দিচ্ছে, এমন ফান্ডে পজিটিভ রিটার্নের জন্য অপেক্ষা না-করে অন্য ফান্ডে শিফট করে যান৷ কী ভাবে বুঝবেন কোন ফান্ড খারাপ পারফর্ম করছে? এটাই সবচেয়ে কঠিন কাজ৷ বাজার বিশেষজ্ঞরা বলছেন, প্রতি কোয়ার্টারে রিটার্ন চেক করুন৷ যদি দেখেন কোনও ফান্ড রিটার্ন বেঞ্চমার্ক ইনডেক্সের থেকে বেশি রিটার্ন দিচ্ছে এবং আগামী দুটি কোয়ার্টারেও ঠিকঠাক পারফর্ম করছে, তা হলে ওই ফান্ডে টিকে থাকুন৷