Latest FD Rates : ফিক্সড ডিপোজিটে মিলছে ৯.৫০ শতাংশ সুদ ! দেখে নিন কোন ব্যাঙ্ক দিচ্ছে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
প্রবীণ নাগরিকদের জন্য আলাদা আলাদা ব্যাঙ্কে আলাদা সুদের হার দেওয়া হয় ৷
advertisement
advertisement
Unity Small Finance Bank : একাধিক বড় ব্যাঙ্কের তুলনায় স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি বেশি সুদ দিয়ে থাকে ৷ সিনিয়র সিটিজেনদের ১০০১ দিনের এফডি-তে প্রায় ৯.৫০ শতাংশ সুদ দিচ্ছে ৷ ২ ফেব্রুয়ারি Unity Small Finance Bank তাদের এফডি-র সুদের হার বদল করেছে ৷ ৬ মাসের বেশি এবং ২০১ দিন, ১০০১ দিনের এফডি-তে এই ব্যাঙ্ক ৯.২৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ ৫০১ দিনের এফডি-তে ব্যাঙ্ক ৯.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ ৭০১ দিনের এফডি-তে এই ব্যাঙ্ক প্রায় ৯.৪৫ শতাংশ সুদ দিচ্ছে ৷
advertisement
advertisement
advertisement