

বর্তমানে প্রায় সব ব্যাঙ্ক সুদের হার কমিয়ে দিয়েছে ৷ একদিকে করোনার জেরে দেশজুড়ে শুরু হয়েছে আর্থিক পরিস্থিতি বেশ সঙ্কটজনক ৷ অন্য দিকে ব্যাঙ্কগুলি সুদের হার কমিয়ে দেওয়া বেশ সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ ৷ কিন্তু আপনি জানেন এই পরিস্থিতিতেও বেশ কিছু ব্যাঙ্ক রয়েছে যারা ৭ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট দিচ্ছে ? ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে স্যালারি, ইনভেস্টমেন্ট ও লোন ইএমআই ম্যানেজ করা যায় ৷ এর পাশাপাশি আপনাকে এই বিষয়েও খেয়াল রাখতে হবে যে সেভিংস অ্যাকাউন্টে আপনি যে টাকা জমা রাখেন তার উপরে কত টাকা সুদ মিলবে ৷ সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফে লাগাতার সুদের হার কমানো হয়েছে ৷ এর জেরে ব্যাঙ্কগুলিও তাদের সুদের হার কমিয়ে দিয়েছে ৷


আইডিএফসি ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক ও IndusInd ব্যাঙ্ক গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ৭ শতাংশ সুদ দিচ্ছে ৷ সাধারণত সেভিংস অ্যাকাউন্টে রাখা টাকায় নমিনাল বা খুব কম সুদ দেওয়া হয়ে থাকে ৷ কিন্তু কিছু ব্যাঙ্ক অন্য কমার্শিয়াল ব্যাঙ্কের তুলনায় বেশি সুদ দিচ্ছে ৷ এর মধ্যে একাধিক ছোট বা নতুন ব্যাঙ্ক সামিল রয়েছে ৷


BankBazaar-এ দেওয়া তথ্য অনুযায়ী, ১০ থেকে ৮টি ছোট ও বেসরকারি ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে বেশ ভাল ইন্টারেস্ট রেট দিচ্ছে ৷ অন্য দুটি ব্যাঙ্ক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৷ গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার উদ্দেশ্যে এই ব্যাঙ্কগুলি বেশি সুদ দিয়ে থাকে ৷


আইডিএফসি ব্যাঙ্ক গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ৬-৭ শতাংশ সুদ দিচ্ছে ৷ এই ব্যাঙ্কে গ্রাহকদের প্রতি মাসে ন্যূনতম ১০ হাজার টাকা বাধ্যতামূলক ৷ আরবিএল ব্যাঙ্ক যারা ৪.৭৫ থেকে ৬.৭৫ শতাংশ সুদ দিচ্ছে গ্রাহকদের ৷ এই ব্যাঙ্কে মিনিমাম ব্যালেন্সের লিমিট ৫০০ থেকে ২৫০০ টাকা ৷ সেভিংস অ্যাকাউন্টে সবচেয়ে বেশি সুদ দেওয়ার বিষয়ে শীর্ষে রয়েছে বন্ধন ব্যাঙ্ক ৷ ৪ থেকে ৭.১৫ শতাংশ সুদ দিয়ে থাকে বন্ধন ব্যাঙ্ক ৷ এখানে ন্যূনতম ব্যালেন্সের লিমিট ৫০০০ টাকা ৷ IndusInd ব্যাঙ্ক ৪ থেকে ৬ শতাংশ সুদ দিচ্ছে ৷