এই পাঁচটি স্কিমে করুন বিনিয়োগ, পান বর্ধিত সুদ ও বাড়তি কর থেকে মুক্তি
Last Updated:
টাকা সঞ্চয় করার পাশাপাশি কর পরিকল্পনা করাও অত্যন্ত জরুরি। সঠিক কর পরিকল্পনার সাহায্যে আপনি কিন্তু অনায়াসেই আপনার আয়ের বেশিরভাগটাই সঞ্চয় করতে সক্ষম হবেন । আপনার কষ্ট করে উপার্জন করা টাকার বেশিরভাগটাই কর দিতে চলে যাক তা নিশ্চয়ই আপনি চান না । তাই এই সঞ্চয় প্রকল্পগুলির বিষয়ে এখনই জেনে নিন যেগুলির সাহায্যে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন, তার সঙ্গে এই প্রকল্পগুলিতে টাকা বিনিয়োগ করলে আপনি অতিরিক্ত করের বোঝা থেকেও মুক্তি পাবেন ।
advertisement
এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড: চাকুরীরতদের জন্য অবসর গ্রহণের পর নির্ধারিত অর্থই সঞ্চিত থাকে প্রভিডেন্ট ফান্ডে । কর্মচারীদের বেতন থেকেই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নিয়ে জমা করা হয় প্রভিডেন্ট ফান্ডে । সুদের হার ও ট্যাক্স বেনিফিটও প্রতি বছর নির্ধারণ করে থাকে ইপিএফও বোর্ড । এই মুহূর্তে সুদের হার প্রায় ৮.৫৫ শতাংশ । এই প্রকল্পের আওতায় ট্যাক্স ছাড়ও পাবেন আপনি। বছরে প্রায় ১.৫ লক্ষ টাকা বিনিয়োগও করতে পারবেন আপনি । সুদও শুল্কমুক্ত ।
advertisement
পাবলিক প্রভিডেন্ট ফান্ড: এই স্কিমে আপনি আকর্ষণীয় ছাড় ও রিটার্ন পাবেন আপনি । এই স্কিমটি মূলত পরিচালনা করে থাকে ব্যাঙ্ক ও পোস্ট অফিস । মূলত, ১৫ বছর পর আপনার টাকা ম্যাচিওর করলে আপনি টাকা তুলতে পারবেন ন্যূনতম ৫০০ টাকা ও সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন আপনি । সুদের হার ৭.৮ শতাংশ । ৮০ সি-এর অধীনে পাবেন কর রিবেটও । সুদের উপর নেই বাড়তি কোনও ট্যাক্সও।
advertisement
ফিক্সড ডিপোসিট: ব্যাঙ্কের ফিক্সড ডিপোসিটকে অনেকসময়ই সবথেকে নিরাপদ গণ্য করা হয়ে থাকে । নির্দিষ্ট সময় অন্তর বিনিয়োগকারীরা পান রিটার্ন। এই মুহূর্তে ফিক্সড ডিপোসিটে SBI দিচ্ছে ৬.৭ শতাংশ সুদ যা আপনি পাবেন ১-২ বছরের মধ্যেই। কিন্তু এই ক্ষেত্রে ট্যাক্সের ছাড়ের সুবিধা নেই। মূলত, Equity Linked Savings Scheme (ELSS)-এর ক্ষেত্রে আয়করের ৮০ সি সেকশনের অধীনে রিবেট দেওয়া হয়ে থাকে ।
advertisement