হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » বদলাচ্ছে না PNB এর নাম,আরও দুটি ব্যাঙ্কের সঙ্গে মার্জারের জেরে কী হবে আপনার টাকা

বদলাচ্ছে না PNB এর নাম, আরও দুটি ব্যাঙ্কের সঙ্গে মার্জারের জেরে কী হবে আপনার টাকার...

  • Bangla Editor

  • 14

    বদলাচ্ছে না PNB এর নাম, আরও দুটি ব্যাঙ্কের সঙ্গে মার্জারের জেরে কী হবে আপনার টাকার...

    পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে মঙ্গলবার জানানো হয়েছে যে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংযুক্তিকরণের পরে পিএনবি-র নাম বদলানোর কোনও প্রস্তাব নেই ৷ ইউবিআই আধিকারিকের তরফে জানানো হয় যে সরকার তিনটি ব্যাঙ্কের মার্জারের পর নতুন নাম ও প্রতীক লোগোর ঘোষণা করা হবে ৷ পয়লা এপ্রিল ২০২০ থেকে নতুন নাম ও লোগো চালু করা হবে ৷ নতুন ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের পর দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক হতে চলেছে ১৮ লক্ষ কোটি টাকা নিয়ে ৷ এরপরই পিএনবি-র তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ব্যাঙ্কের নাম বদলের কোনও প্রস্তাব নেই ৷

    MORE
    GALLERIES

  • 24

    বদলাচ্ছে না PNB এর নাম, আরও দুটি ব্যাঙ্কের সঙ্গে মার্জারের জেরে কী হবে আপনার টাকার...

    ব্যাঙ্ক ট্যুইটে জানিয়েছে যে গত বছর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের দ্বিতীয় সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক করতে গিয়ে ওবিসি ও ইউবিআই এর সংযুক্তিকরণের ঘোষণা করা হয় ৷ এছাড়া সিন্ডিকেট ব্যাঙ্ককে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে মার্জার করা হয় ৷ এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্কের সংযুক্তিকরণের ঘোষণা করা হয় ৷ একই ভাবে অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ও ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে মার্জার করা হয় ৷

    MORE
    GALLERIES

  • 34

    বদলাচ্ছে না PNB এর নাম, আরও দুটি ব্যাঙ্কের সঙ্গে মার্জারের জেরে কী হবে আপনার টাকার...

    পিএনবি, ওবিসি, ও ইউনাইটেড ব্যাঙ্কের মার্জারের পর এই ব্যাঙ্কের গ্রাহকদের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে ৷ গ্রাহকদের নয়া অ্যাকাউন্ট নম্বর ও কাস্টোমার আইডি দেওয়া হবে ৷ যে গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট নম্বর বা IFSC কোড দেওয়া হবে তাদের নতুন তথ্য ইনকাম ট্যাক্স, ইনস্যুরেন্স সংস্থা, মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিমে আপডেট করাতে হবে ৷

    MORE
    GALLERIES

  • 44

    বদলাচ্ছে না PNB এর নাম, আরও দুটি ব্যাঙ্কের সঙ্গে মার্জারের জেরে কী হবে আপনার টাকার...

    SIP বা EMI লোনের জন্য নতুন ফর্ম ভর্তি করতে হতে পারে ৷ নতুন চেকবুক, ডেবিট কার্ড ও ক্রডিট কার্ড ইস্যু করা হতে পারে ৷ তবে ফিক্সড ডিপোজিট বা আরডি-র সুদে কোনও বদল করা হবে না ৷ কার লোন, হোম লোন বা পার্সোনাল লোনের সুদে কোনও পরিবর্তন করা হবে না ৷ বেশ কয়েকটি শাখা বন্ধ করে দেওয়া হতে পারে ৷

    MORE
    GALLERIES