ভারতীয় জীবন বিমা নিগম বা LIC নতুন যোজনায় মিলবে নতুন একগুচ্ছ সুযোগ সুবিধা ৷ জীবনের বেশি সময় জুড়েই দেবে সঞ্চয়ের এক নতুন দিশা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
এলআইসির জীবন প্রগতি যোজনার মিলবে যে যে সুযোগ সুবিধে : যদি পলিসি হোল্ডার ম্যাচিউরিটির শেষ পর্যন্ত বেঁচে থাকেন ৷ সে ক্ষেত্রে পাওয়া যাবে মূল বিনিয়োগ+বোনাস (জমা হওয়া টাকা)+ফাইনাল এডিশন বোনাস (যদি থাকে কিছু) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
মৃত্যুলাভ : পলিসি চলার সময়ে পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি পাবেন বিমায় বিনিয়োগের টাকা+জমা হওয়া বোনাস+ফাইনাল এডিশন বোনাস (যদি কিছু থেকে থাকে) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
ফাইনাল এডিশন বোনাস : এলআইসির এই যোজনায় শেষ পর্যন্ত অতিরিক্ত বোনাস জমা থাকে ৷ এলআইসির প্রতি বিশ্বাস বা আস্থা রাখার জন্যই পাওয়া যায় বিশেষ বোনাস (১৫ বছরের বেশি বিনিয়োগে) ৷ এ ছাড়াও প্রতি বছরই লয়েলটি বোনাস ঘোষণা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
A) ম্যাচিউরিটি লাভ : পলিসি শেষে মূল বিনিয়োগের পরিমাণ+সিম্পল রিবসেনরি বোনাস (জমা হওয়া বোনাস) + পাইনাল এডিশন বোনাস ৷ মোট বিনিয়োগের পরিমাণ ৷ ২,৫০,০০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
B) সিম্পল রিবসেনরি বোনাস: ১০,৫০০X২০ বছর = ২,১০,০০০ টাকা ৷ যধরে নেওয়া যাক এসআইসিতে প্রতি বছরই কোনও মানুষ ১,০০০ টাকা বিনিয়োগ করে থাকেন তবে বিনিয়োগের উপরে ৪২ টাকা বোনাস পেয়ে থাকেন ৷ এই ভাবেই প্রতি বছরে ৪২X২,৫০,০০০/১,০০০=১০,৫০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
C) ফাইনাল এডিশন বোনাস ১২,৫০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
ফাইনাল এডিশন বোনাস এক্ষেত্রে ১,০০০ টাকায় ৫০ টাকা ধার্য হয়েছে ৷ অর্থাৎ ৫০X২,৫০,০০০/১,০০০ = ১২,৫০০ টাকা ৷ সেক্ষেত্রে ম্যাচিউরিটির পরিমাণ (A)+(B)+(C) = ২,৫০,০০০+২,১০,০০০+২,১০,০০০+১২,৫০০ টাকা = ৪,৭২,৫০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
এলআইসির পলিসি হোল্ডারদের বয়স হবে ১২ থেকে ৪৫ বছর পর্যন্ত, সর্বাধিক বয়স ৬৫ বছর, কমপক্ষে টাকার পরিমাণ ১,৫০,০০০ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
এলআইসির জীবন প্রগতি যোজনায় সারেন্ডার ভ্যালু : কমপক্ষে ৩ বছর পর্যন্ত প্রিমিয়াম চালাতেই হবে না হলে সুবিধে পাবেনা ৷ সমস্ত নির্ধারণ করে সারেন্ডার ভ্যালু নির্ধারিত হবে ৷