LIC Saral Pension Yojana: ধামাকা প্ল্যান! মাত্র একবার প্রিমিয়াম, জীবনভর পেনশনের ব্যাপক সুযোগ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
মাত্র একবার প্রিমিয়াম দিলেই প্রতি মাসে ১২ হাজার টাকা করে পেনশন সারা জীবনের জন্য
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পলিসি ধারক মৃত হলে নিমিনি বেস প্রাইস পেয়ে যাবেন ৷ পেনশন যোজনা জয়েন্ট লাইফ (Pension scheme joint life) এই স্কিমে স্বামী-স্ত্রী দু'জনেই পেনশন পাবেন ৷ স্বামী-স্ত্রীর মধ্যে যিনি বেশিদিন পর্যন্ত জীবিত থাকবেন তিনি পেনশন পাবেন ৷ স্বামী-স্ত্রীর মৃত্যু হলে পরবর্তী কালে নমিনিই বেস প্রাইসটি পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
যেই বিমা ধারক এই পলিসিটি কিনবেন তাঁর পেনশন শুরু হয়ে যাবে, তিনিই ঠিক করবেন মাসিক (Monthly), ত্রৈমাসিক (Quarterly), সান্মাসিক (Half Yearly), বা বার্ষিক (Yearly) ৷ কীভাবে পেনশন নেবেন? বিকল্প বাছার সুবিধা থাকবে পলিসি ধারকের কাছে ৷ অনলাইন ও অফলাইন দুই ভাবেই এই পলিসি কেনা যেতে পারে ৷ ৪০ থেকে ৮০ বছর বয়সী মানুষদের জন্যই এই পেনশন প্রকল্প ৷ প্রতীকী ছবি ৷
advertisement