LIC Jeevan Pragati Yojana: বাজার কাঁপানো এলআইসির পলিসি! ২০০ টাকা বিনিয়োগ করে পেয়ে যাবেন ২৮ লক্ষ, পেনশন ১৫ হাজার
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Latest New of LIC|LIC Bumper Policy|Life Insurance Corporation of India|LIC India|LIC Jeevan Pragati Yojana: একই সঙ্গে বিরাট অফার! পেনশন পাবেন ১৫ হাজার টাকা
এলআইসিতে (LIC Jeevan Pragati Yojana) বিনিয়োগ করতে ইচ্ছা থাকলে সবার আগে মনে রাখতে হবে কোন পলিসিটি অত্যন্ত উপযুক্ত বা কোন পলিসি উপযুক্ত নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
এমন এক পলিসির (LIC Policy) কথা আজ আলোচনা করা হবে যাতে ২০০ টাকা করে ২০ বছরের জন্য প্রতিদিন বিনিয়োগ করলে মেয়াদ শেষে পেয়ে যাবেন ২৮ লক্ষ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
এই পলিসির বিশেষত্ব এটা হল যে ১৫,০০০ টাকার বেশি পেনশনও (It's insurance cum savings cum Pension project) পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
এই পলিসির সব থেকে বড় বিষয় এটাই হল যে কম বিনিয়োগ করে অনেক বেশি ফায়দা পাবেন গ্রাহকেরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
এই পলিসিতে সুরক্ষার সঙ্গে সঙ্গে সঞ্চয়ের দিকেও ৷ এই পলিসিতে প্রতি পাঁচ বছরে রিস্ক কভার বাড়তে থাকে ৷ প্রথম পাঁচ বছরে সাম অ্যাসিওর্ড ততটাই থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
এরপরে ৬ থেকে ১০ বছরে ২৫ শতাংশ থেকে ১২৫ শতাংশ হয় ৷ ১১ থেকে ১৫ বছরে সাম অ্যাসিওর্ডের থেকে বেড়ে ১৫০ শতাংশ যায় ৷ এরপরে ১৬ থেকে ২০ বছরে সাম অ্যাসিওর্ডের ২০০ শতাংশ বেশি হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
যদি পলিসি চলার সময়ে পলিসি ধারকের মৃত্যু হয় ৷ সেই সময়ে মৃত্যুর কভারেজ বেনিফিট ২ লক্ষ টাকা থেকে ৬ থেকে ১০ বছরে মৃত্যু হলে কভারেজ পাওয়া যাবে ২.৫ লক্ষ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
১১ থেকে ১৫ বছরে কভারেজ পাওয়া যাবে ৩ লক্ষ টাকা ৷ ১৬ থেকে ২০ বছরে কভারেজ পাওয়া যাবে ৪ লক্ষ টাকা ৷ এছাড়াও দুর্ঘটনার ফলে কোনও রকমের অঙ্গ বিদ্যুতি ঘটলেও বিশেষ কভারেজ রয়েছে ৷ তবে এরজন্য একটু বেশি প্রিমিয়ামের টাকা দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
এলআইসির জীবন প্রগতি যোজনার (LIC Jeevan Pragati Yojana) শর্তগুলি হল ৷ পলিসি ধারকের বয়স হতে হবে ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে, ম্যাচিওরিটির বয়স সর্বাধিক ৬৫ বছর, কভারেজের ন্যূনতম টাকা ১,৫০,০০০ টাকা ৷ সর্বাধিক কোনও সীমা নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement