Salary Hikes: বড় ঘোষণা, বড় সংস্থার! সপ্তাহে তিনদিন অফিস, বাম্পার বেতন বৃদ্ধিও? চাকরিজীবীদের জন্য বিশাল খবর
Bangla Digital Desk
1/ 9
দেশজুড়ে করোনা সংক্রমণের ফলে ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করা হয়েছিল যেভাবে আস্তে আস্তে করোনা পরিস্থিতি ঠিক হয়েছে তাতে কর্মীদেরকে ফের অফিসে গিয়ে কাজ করার জন্য বিবৃতি জারি করছে বিভিন্ন সংস্থা ৷ প্রতীকী ছবি ৷
2/ 9
এই ভাবে দেশের অন্যতম বড় সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস (Tata Consultancy Services) কর্মীদেরকে ফের অফিস থেকে কাজ করার নির্দেশ দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 9
ধীরে ধীরে এই নির্দেশ কার্যকর হতে শুরু করেছে ৷ মিন্টের একটি সংবাদের ভিত্তিতে বলা যেতে পারে যে বর্তমানে সমস্ত কর্মীদের একই সঙ্গে অফিসে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 9
এখন সংস্থার উচ্চপদের ৫০,০০০ কর্মীই অফিসে যাবেন ৷ এই কর্মীদের মাত্র তিনদিনই অফিসে যেতে হবে ৷ বাকি ২ দিন বাড়ি থেকেই কাজ করতে পারবেন তাঁরা ৷ প্রতীকী ছবি ৷
5/ 9
টিসিএসের সিইও ও এমডি রাজেশ গোপীনাথন জানিয়েছেন এপ্রিল থেকেই সংস্থার সিনিয়র অ্যাসোসিয়েটসরা অফিসে যেতে শুরু করবেন ৷ অফিস মুখী কর্মীদের সংখ্যা দিনে দিনে বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
6/ 9
টিসিএস কর্মীদের বর্তমান অর্থবর্ষে ২০২২-২৩-এ বেতন ৬-৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে ৷ গত বছরেও সংস্থার কর্মীদের এতটাই বেতন বৃদ্ধি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 9
জুন-জুলাই পর্যন্ত সেই সংখ্যা (৮০ শতাংশ) পর্যন্ত পৌঁছবে ৷ অফিস থেকেই কাজ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 9
গত বছরের তুলনায় এই বছরে টিসিএসের কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷ অর্থবর্ষ ২০২১-২২-এর শেষ ত্রৈমাসিকে ৩৫,২০৯ জন নতুন কর্মী নিয়োগ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
9/ 9
সেই ত্রৈমাসিকে যেকোনও সংস্থার পক্ষ থেকে এটিই সর্বাধিক নিয়োগ ৷ বর্তমানে টিসিএসের মোট কর্মী সংখ্যা ৫,৯২,১৯৫-এ পৌঁছেছে ৷ প্রতীকী ছবি ৷
Salary Hikes: বড় ঘোষণা, বড় সংস্থার! সপ্তাহে তিনদিন অফিস, বাম্পার বেতন বৃদ্ধিও? চাকরিজীবীদের জন্য বিশাল খবর
দেশজুড়ে করোনা সংক্রমণের ফলে ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করা হয়েছিল যেভাবে আস্তে আস্তে করোনা পরিস্থিতি ঠিক হয়েছে তাতে কর্মীদেরকে ফের অফিসে গিয়ে কাজ করার জন্য বিবৃতি জারি করছে বিভিন্ন সংস্থা ৷ প্রতীকী ছবি ৷
Salary Hikes: বড় ঘোষণা, বড় সংস্থার! সপ্তাহে তিনদিন অফিস, বাম্পার বেতন বৃদ্ধিও? চাকরিজীবীদের জন্য বিশাল খবর
এই ভাবে দেশের অন্যতম বড় সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস (Tata Consultancy Services) কর্মীদেরকে ফের অফিস থেকে কাজ করার নির্দেশ দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
Salary Hikes: বড় ঘোষণা, বড় সংস্থার! সপ্তাহে তিনদিন অফিস, বাম্পার বেতন বৃদ্ধিও? চাকরিজীবীদের জন্য বিশাল খবর
ধীরে ধীরে এই নির্দেশ কার্যকর হতে শুরু করেছে ৷ মিন্টের একটি সংবাদের ভিত্তিতে বলা যেতে পারে যে বর্তমানে সমস্ত কর্মীদের একই সঙ্গে অফিসে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
Salary Hikes: বড় ঘোষণা, বড় সংস্থার! সপ্তাহে তিনদিন অফিস, বাম্পার বেতন বৃদ্ধিও? চাকরিজীবীদের জন্য বিশাল খবর
এখন সংস্থার উচ্চপদের ৫০,০০০ কর্মীই অফিসে যাবেন ৷ এই কর্মীদের মাত্র তিনদিনই অফিসে যেতে হবে ৷ বাকি ২ দিন বাড়ি থেকেই কাজ করতে পারবেন তাঁরা ৷ প্রতীকী ছবি ৷
Salary Hikes: বড় ঘোষণা, বড় সংস্থার! সপ্তাহে তিনদিন অফিস, বাম্পার বেতন বৃদ্ধিও? চাকরিজীবীদের জন্য বিশাল খবর
টিসিএসের সিইও ও এমডি রাজেশ গোপীনাথন জানিয়েছেন এপ্রিল থেকেই সংস্থার সিনিয়র অ্যাসোসিয়েটসরা অফিসে যেতে শুরু করবেন ৷ অফিস মুখী কর্মীদের সংখ্যা দিনে দিনে বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
Salary Hikes: বড় ঘোষণা, বড় সংস্থার! সপ্তাহে তিনদিন অফিস, বাম্পার বেতন বৃদ্ধিও? চাকরিজীবীদের জন্য বিশাল খবর
গত বছরের তুলনায় এই বছরে টিসিএসের কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷ অর্থবর্ষ ২০২১-২২-এর শেষ ত্রৈমাসিকে ৩৫,২০৯ জন নতুন কর্মী নিয়োগ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷