RBI-Repo Rate Explained: রেপো রেটে হাত দিও না! কেন লাগাতার সুদের হার অপরিবর্তিত রাখছে রিজার্ভ ব্যাঙ্ক? নেপথ্যের কারণ জানুন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Why RBI Left Key Rate Unchanged For The Third Time: টানা তৃতীয়বার রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। স্বস্তি পেলেন মধ্যবিত্তরা। মুদ্রানীতি কমিটির বৈঠকে এই বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন সদস্যরা।
টানা তৃতীয়বার রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। স্বস্তি পেলেন মধ্যবিত্তরা। মুদ্রানীতি কমিটির বৈঠকে এই বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন সদস্যরা। তবে খাবারের দামের কারণে মুদ্রাস্ফীতি আরও বাড়লে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিতও দিয়ে রাখল রিজার্ভ ব্যাঙ্ক। উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে শেষ বার সুদের হার ২৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল।
advertisement
জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে ব্যর্থ সরকার। কিন্তু এই পরিস্থিতিতেও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সেই পুরনো কাসুন্দিই ঘাঁটলেন। এবারও মুদ্রাস্ফীতি ৪ শতাংশের নীচে নামানোর কথা শোনা গেল তাঁর মুখে। তবে মুদ্রাস্ফীতি যদি দীর্ঘ সময়ের জন্য অব্যাহত থাকে তাহলে নতুন পদক্ষেপের প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দিয়ে রাখলেন।
advertisement
গত ৩ মাসে ক্রমবর্ধমান এনডিটিএল (নিট চাহিদা এবং টাইম লায়াবিলিটিস)–এর উপর নগদ সংরক্ষণ অনুপাত (আইসিআরআর) ১০ শতাংশের উপর উঠেছে। ব্যাঙ্কিং ব্যবস্থায় নগদ হ্রাস করার ঘোষণাও করেছে রিজার্ভ ব্যাঙ্ক। বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার মাধ্যমে অতিরিক্ত লিকুইডিটির একটা বড় অংশ এই কাজে আরবিআইকে সাহায্য করবে।
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক কেন রেপো রেট বাড়াচ্ছে না: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ‘মুদ্রাস্ফীতির উপর এখনও কোনও কাজ করা হয়নি’। সঙ্গে তাঁর সংযোজন, ‘আন্তর্জাতিক বাজারে খাবার এবং জ্বালানির দামে অস্থিরতা, দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আবহাওয়ার অনিশ্চয়তার কারণে অদূর ভবিষ্যতে মুদ্রাস্ফীতির ঝুঁকি অব্যাহত থাকবে’।
advertisement
২০২৪ সালের মার্চে শেষ হওয়া চলতি অর্থবর্ষে মূল্যস্ফীতির পূর্বাভাস আগের ৫.১ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৪ শতাংশ করেছে। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে মুল্যস্ফীতির হার ৬.২ শতাংশ, যা আগের পূর্বাভাসের (৫.২ শতাংশ) চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। রিজার্ভ ব্যাঙ্ক বর্তমানে ২০২৩-২৪ অর্থবর্ষে ৬.৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুমান করছে।
advertisement
advertisement