Tax Savings Tips: ১০ নয় ১২ লক্ষ টাকা বেতন হলেও একটি টাকাও দিতে হবেনা কর

Last Updated:
Tax Savings Tips: পদ্ধতি মানলে ১২ লক্ষ টাকা আয় হলেও দিতে হবেনা একটি টাকাও কর হিসাবে রইল বিরাট খবর
1/15
অর্থবর্ষ ২০২১-২০২২ শেষ হতে হাতে গোণামাত্র কয়েক দিন রয়েছে ৷ যদি এখনও কোনও পর্যন্ত ট্যাক্স সেভিংস প্ল্যান না করা হয়ে থাকে সেক্ষেত্রে এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ প্রতীকী ছবি ৷
অর্থবর্ষ ২০২১-২০২২ শেষ হতে হাতে গোণামাত্র কয়েক দিন রয়েছে ৷ যদি এখনও কোনও পর্যন্ত ট্যাক্স সেভিংস প্ল্যান না করা হয়ে থাকে সেক্ষেত্রে এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
দায়িত্ববান নাগরিক হিসাবে সরকারে কর দেওয় নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে ৷ তবে যতখানি কর বাঁচানো যায় ঠিক ততখানিই ভাল যে কোনও মানুষের কাছেই ৷ প্রতীকী ছবি ৷
দায়িত্ববান নাগরিক হিসাবে সরকারে কর দেওয় নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে ৷ তবে যতখানি কর বাঁচানো যায় ঠিক ততখানিই ভাল যে কোনও মানুষের কাছেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
কর থেকে বাঁচানো টাকা অন্য কোনও স্থানে বিনিয়োগ করা যেতে পারে ৷ যদি বার্ষিক বেতন ১২ লক্ষ টাকা হয় তবুও আয়কর দেওয়ার কোনও প্রয়োজন নেই ৷ প্রতীকী ছবি ৷
কর থেকে বাঁচানো টাকা অন্য কোনও স্থানে বিনিয়োগ করা যেতে পারে ৷ যদি বার্ষিক বেতন ১২ লক্ষ টাকা হয় তবুও আয়কর দেওয়ার কোনও প্রয়োজন নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
একনজরে দেখে নিন ১২ লক্ষ টাকা বেতন হলেও কীভাবে কর বাঁচানো যায় ৷ কর বাঁচানোর জন্য সম্পূর্ণ ভাবে প্ল্যানিং বা পরিকল্পনা করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
একনজরে দেখে নিন ১২ লক্ষ টাকা বেতন হলেও কীভাবে কর বাঁচানো যায় ৷ কর বাঁচানোর জন্য সম্পূর্ণ ভাবে প্ল্যানিং বা পরিকল্পনা করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
যে সংস্থায় কাজ করেন সেই সংস্থা যদি করের টাকা কেটে বেতন দেয় সেক্ষেত্রে আইটিআর করে সেই টাকা ফেরৎ পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
যে সংস্থায় কাজ করেন সেই সংস্থা যদি করের টাকা কেটে বেতন দেয় সেক্ষেত্রে আইটিআর করে সেই টাকা ফেরৎ পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
যদি ১২ লক্ষ টাকা স্যালারি হয় সেক্ষেত্রে ৩০ শতাংশ ট্যাক্স স্ল্যাবের অন্তর্গত ৷ ১০ লক্ষ টাকার বেশি বার্ষিক বেতনেই ৩০ শতাংশ পর্যন্ত কর দিতে হয় ৷ প্রতীকী ছবি ৷
যদি ১২ লক্ষ টাকা স্যালারি হয় সেক্ষেত্রে ৩০ শতাংশ ট্যাক্স স্ল্যাবের অন্তর্গত ৷ ১০ লক্ষ টাকার বেশি বার্ষিক বেতনেই ৩০ শতাংশ পর্যন্ত কর দিতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
সর্বপ্রথমে ৫০,০০০ টাকার সরকারের পক্ষ থেকে বিয়োগ করা হয় সেটি সরিয়ে রাখাটা জরুরি ৷ ফলে এই ভাবেই ১১.৫০ লক্ষ টাকা আয়ের উপরেই কর নির্ধারিত হবে ৷ প্রতীকী ছবি ৷
সর্বপ্রথমে ৫০,০০০ টাকার সরকারের পক্ষ থেকে বিয়োগ করা হয় সেটি সরিয়ে রাখাটা জরুরি ৷ ফলে এই ভাবেই ১১.৫০ লক্ষ টাকা আয়ের উপরেই কর নির্ধারিত হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
এরপরে ৮০সি অন্তর্গত ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করে ছাড় দাবি করা যেতে পারে ৷ দাবি করা যেতে পারে সন্তানের লেখাপড়ার ফি, পিপিএফ, এলআইসি, ইপিএফ, মিউচ্যুয়াল ফান্ড (ELSS), হোমলোনের প্রিন্সিপ্যাল ইত্যাদি ৷ এভাবেই কর যোগ্য আয় ১০ লক্ষ টাকা ৷ প্রতীকী ছবি ৷
এরপরে ৮০সি অন্তর্গত ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করে ছাড় দাবি করা যেতে পারে ৷ দাবি করা যেতে পারে সন্তানের লেখাপড়ার ফি, পিপিএফ, এলআইসি, ইপিএফ, মিউচ্যুয়াল ফান্ড (ELSS), হোমলোনের প্রিন্সিপ্যাল ইত্যাদি ৷ এভাবেই কর যোগ্য আয় ১০ লক্ষ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
ফলে করযোগ্য বেতন হয়ে দাঁড়াল ৯.৫ লক্ষ টাকা ৷ এরপরে অতিরিক্ত ১.৫ লক্ষ ছাড় পাওয়া যাবে আয়কর আইন ২৪ বি এবং ১.৫ লক্ষ টাকা ছাড় পাওয়া সম্ভব ৮০ইইএ আয়কর আইনের অন্তর্গত ৷ প্রতীকী ছবি ৷
ফলে করযোগ্য বেতন হয়ে দাঁড়াল ৯.৫ লক্ষ টাকা ৷ এরপরে অতিরিক্ত ১.৫ লক্ষ ছাড় পাওয়া যাবে আয়কর আইন ২৪ বি এবং ১.৫ লক্ষ টাকা ছাড় পাওয়া সম্ভব ৮০ইইএ আয়কর আইনের অন্তর্গত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
এই ভাবেই দাবি করা যেতে পারে ৩.৫ লক্ষ টাকা ছাড় সেটা আসবে হোমলোনের সুদের উপরে ৷ ১.৫ লক্ষ টাকার ছাড়ের ঘোষণা বাজেটেই করা হয়েছিল ২০১৯ সালে সস্তায় মনের মত বাড়ি রূপে ৷ প্রতীকী ছবি ৷
এই ভাবেই দাবি করা যেতে পারে ৩.৫ লক্ষ টাকা ছাড় সেটা আসবে হোমলোনের সুদের উপরে ৷ ১.৫ লক্ষ টাকার ছাড়ের ঘোষণা বাজেটেই করা হয়েছিল ২০১৯ সালে সস্তায় মনের মত বাড়ি রূপে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
তবে 80EEA হোমলোনের সুদে ছাড় পেতে ১ এপ্রিল ২০১৯ থেকে ৩১ মার্চ ২০২২ মধ্যে গৃহঋণ এনবিএফসির (NBFC) অ্যাপ্রুভ হতে হবে মোট সম্পত্তির স্ট্যাম্প মূল্য ৪৫ লক্ষের বেশি যেন না হয় ৷ যিনি বাড়ি কিনছেন তাঁর কাছে আরও কোনও সম্পত্তি থাকলেও চলবেনা ৷ এই ভাবেই করযোগ্য আয় ঝট করে ৬ লক্ষ টাকা হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
তবে 80EEA হোমলোনের সুদে ছাড় পেতে ১ এপ্রিল ২০১৯ থেকে ৩১ মার্চ ২০২২ মধ্যে গৃহঋণ এনবিএফসির (NBFC) অ্যাপ্রুভ হতে হবে মোট সম্পত্তির স্ট্যাম্প মূল্য ৪৫ লক্ষের বেশি যেন না হয় ৷ যিনি বাড়ি কিনছেন তাঁর কাছে আরও কোনও সম্পত্তি থাকলেও চলবেনা ৷ এই ভাবেই করযোগ্য আয় ঝট করে ৬ লক্ষ টাকা হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
আয়কর আইন ৮০ডি এর পরিবারের স্ত্রী সন্তানদের জন্য ২৫ হাজার টাকা স্বাস্থ্য বিমার প্রিমিয়াম দাবি করা যাবে ৷ এছাড়াও প্রবীণ নাগরিক বাবা মায়ের জন্য ৫০ হাজার টাকা প্রিমিয়াম ক্লেম করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
আয়কর আইন ৮০ডি এর পরিবারের স্ত্রী সন্তানদের জন্য ২৫ হাজার টাকা স্বাস্থ্য বিমার প্রিমিয়াম দাবি করা যাবে ৷ এছাড়াও প্রবীণ নাগরিক বাবা মায়ের জন্য ৫০ হাজার টাকা প্রিমিয়াম ক্লেম করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
এছাড়াও ৫ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্যপরীক্ষার অনুমতি নেওয়া যেতে পারে ৷ ৭৫ হাজার টাকা হেল্থ ইনসিওরেন্সের প্রিমিয়ামের দাবি করার পরে মোট করযোগ্য আয় থেকে যাচ্ছে ৫.২৫ লক্ষ টাকা ৷ প্রতীকী ছবি ৷
এছাড়াও ৫ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্যপরীক্ষার অনুমতি নেওয়া যেতে পারে ৷ ৭৫ হাজার টাকা হেল্থ ইনসিওরেন্সের প্রিমিয়ামের দাবি করার পরে মোট করযোগ্য আয় থেকে যাচ্ছে ৫.২৫ লক্ষ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
এবার ৫ লক্ষ টাকা আয় দেখানোর জন্য কোনও ট্রাস্ট বা সংস্থাকে ২৫ টাকা অনুদান দিতে হবে ৷ যা আয়কর ৮০জি অনুযায়ী ক্লেম করা যেত পারে ৷ ২৫ হাজার টাকা অনুদান দিলেই মোট আয় নেমে আসবে ৫ লক্ষ টাকা বছরে ৷ প্রতীকী ছবি ৷
এবার ৫ লক্ষ টাকা আয় দেখানোর জন্য কোনও ট্রাস্ট বা সংস্থাকে ২৫ টাকা অনুদান দিতে হবে ৷ যা আয়কর ৮০জি অনুযায়ী ক্লেম করা যেত পারে ৷ ২৫ হাজার টাকা অনুদান দিলেই মোট আয় নেমে আসবে ৫ লক্ষ টাকা বছরে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
এবার করযৌগ্য টাকা ২.৫ লক্ষ ২.৫ থেকে ৫ লক্ষ টাকা আয় পর্যন্ত ৫ শতাংশ পর্যন্ত হিসাবে মোট কর ১২,৫০০ টাকা যা সরকারের পক্ষ থেকে ছাড় দেওয়া হয় ৷ এই ভাবেই কোনও টাকা কর দিতে হবেনা ৷ প্রতীকী ছবি ৷
এবার করযৌগ্য টাকা ২.৫ লক্ষ ২.৫ থেকে ৫ লক্ষ টাকা আয় পর্যন্ত ৫ শতাংশ পর্যন্ত হিসাবে মোট কর ১২,৫০০ টাকা যা সরকারের পক্ষ থেকে ছাড় দেওয়া হয় ৷ এই ভাবেই কোনও টাকা কর দিতে হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement