সুখবর! স্ত্রীর নামে যারা 'লোন' নিলে মিলবে কী কী সুবিধা? জানলে আপনিও নেবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
Loans in spouse's name| বিয়ের পর স্বামী–স্ত্রী দু’জনকেই একসঙ্গে বহু দায়িত্ব সামলাতে হয়। এই সময়ে স্ত্রীর জন্য একাধিক আর্থিক সুবিধাও পাওয়া যায়, যার মধ্যে শিক্ষাঋণ সংক্রান্ত করছাড় অন্যতম।
বিয়ের পর সংসারের দায়িত্বের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনাও শুরু হয়। অনেক পরিবারেই উচ্চশিক্ষার জন্য ঋণ নেওয়া এখন বাস্তবতা। সেই ক্ষেত্রে স্ত্রীর নামে নেওয়া শিক্ষাঋণ থেকে কীভাবে করছাড় ও আর্থিক সুবিধা পাওয়া যায়, তা নিয়ে সুখবর মিলেছে। আয়কর আইনের নির্দিষ্ট বিধান অনুযায়ী, সঠিক নিয়ম মেনে নেওয়া শিক্ষাঋণের সুদের উপর উল্লেখযোগ্য করছাড়ের সুযোগ রয়েছে, যা মধ্যবিত্ত পরিবারের আর্থিক চাপ অনেকটাই কমাতে পারে।
advertisement
advertisement
বিয়ের পর অনেক মহিলা পড়াশোনা চালিয়ে যেতে চান। উচ্চশিক্ষার জন্য প্রয়োজন হয় বাড়তি অর্থের। এই ক্ষেত্রে যদি স্ত্রীর নামে শিক্ষাঋণ নেওয়া হয়, তাহলে সেই ঋণের উপর উল্লেখযোগ্য করছাড় পাওয়ার সুযোগ রয়েছে। আয়কর আইনের নিয়ম অনুযায়ী, শিক্ষাঋণের সুদের টাকা পরিশোধের ক্ষেত্রে সর্বোচ্চ আট বছর পর্যন্ত করছাড় পাওয়া যায়। সুদ পরিশোধ শুরু হওয়ার বছর থেকে এই ছাড় কার্যকর হয়।
advertisement
বর্তমানে ব্যাঙ্কগুলিতে সুদের হার তুলনামূলক ভাবে বেশি। ফলে দীর্ঘমেয়াদি ঋণ নিলে সুদের অঙ্কও বেশি হয়। সেই পরিস্থিতিতে এই করছাড় আর্থিক ভাবে বড়সড় স্বস্তি দিতে পারে। আয়কর আইনের ধারা অনুযায়ী, এই ছাড় দাবি করা যায়, যদি শিক্ষাঋণটি সরকারি ব্যাঙ্ক বা সরকার অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়ে থাকে।
advertisement
advertisement






