ভারতের একমাত্র রাজ্য যেখানে কোটি কোটি টাকা আয় করেও কর দিতে হয় না স্থানীয়দের !
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
ভারতের একমাত্র রাজ্যে কোটি কোটি টাকা আয় করলেও স্থানীয়দের দিতে হয় না আয়কর। জানুন কোন রাজ্য এটি, কেন এই নিয়ম চালু রয়েছে এবং কীভাবে সাধারণ মানুষ এর থেকে সুবিধা পান।
ভারত জুড়ে যখন আর্থিক বছর ২৫-এর জন্য আইটিআর দাখিল শুরু হয়ে গিয়েছে, তখন একটি রাজ্য তার অনন্য সুযোগ-সুবিধার জন্য আলাদা হয়ে উঠেছে, উঠে এসেছে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই রাজ্যটির নাম সিকিম। অনেক বাঙালিই ঘুরে এসেছেন মনোরম এই পার্বত্য গন্তব্য থেকে, অনেকে প্রতি বছর নিয়ম করে যান বেড়াতে। কিন্তু অনেকেই জানেন না যে সবাই নন, সিকিমের কিছু স্থানীয় বাসিন্দারা তাঁদের আয় নির্বিশেষে সম্পূর্ণ আয়কর ছাড় উপভোগ করেন। এই অসাধারণ নিয়মটি সংবিধানের ৩৭১(এফ) ধারা এবং আয়কর আইনের ১০(২৬এএএ) ধারা দ্বারা সমর্থিত, যা সিকিমকে ভারতের একমাত্র রাজ্য করে তোলে যেখানে কোটি কোটি টাকা উপার্জনও সম্পূর্ণ করমুক্ত আয় হিসেবে রাখা যায়।
advertisement
কিছু নাগরিকের জন্য সম্পূর্ণ আয়করমুক্ত এক রাজ্য সিকিম- এ কথা জেনে অনেকেই অবাক হবেন। কেন না, আয়কর যে কোনও দেশের উপার্জনের অন্তম এক উপায়। কিন্তু যখন বাকি ভারত FY25-এর জন্য ITR দাখিল করছে, তখন সিকিম নিশ্চিন্তে আছে। সাংবিধানিক ছাড়ের কারণে এখানকার কিছু স্থানীয়রা কোটি কোটি টাকা আয় করলেও তাঁদের এক পয়সাও আয়কর দিতে হয় না। জেনে নেওয়া যাক কারা যোগ্য, এই ব্যবস্থার ঐতিহাসিক ভিত্তি এবং এই ছাড় সিকিমের অর্থনীতিতে কীভাবে প্রভাব ফেলে।
advertisement
advertisement
advertisement
advertisement