

টাটা মোটরস (Tata Motors) দিল্লি এনসিআরে (Delhi NCR) একই দিনে ১০টি শোরুম খুলেছে ৷ এর আগে একই শহরে দ্বিতীয় কোনও মোটর সংস্থা একদিনে এত বেশি শো-রুম খোলেনি ৷ প্রতীকী ছবি ৷


একই শহরে দশটি শো-রুম খুলে টাটা মোটরস এক আলাদা রেকর্ড সৃষ্টি করেছে ৷ প্রসঙ্গত টাটা মোটরস ডিলারশিপ নেটওয়ার্ক বড় করতেই এই পদক্ষেপ নিয়েছে (Tata Motors) ৷ প্রতীকী ছবি ৷


কেননা সংস্থার (Tata Motors) গাড়ির চাহিদা বাড়তে তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া সম্ভব হয় সেই কারণেই ডিলারশিপ নেটওয়ার্ক বড় করার সিদ্ধান্ত নিয়েছে টাটা মোটরস ৷ প্রতীকী ছবি ৷


টাটা মোটরস দিল্লিতে ৭টি গুরগাঁতে ২টি ও ফরিদাবাদে (Gurgaon, Faridabad)একটি শো-রুম খুলেছে ৷ সব মিলিয়ে দিল্লি এনসিআরে টাটা মোটরস ২৯টি শো-রুম খুলেছে ৷ এত বেশি সংখ্যক শো-রুমের ফলে গ্রাহকদের আরও উন্নততর পরিষেবা দিতে পারবে বলেই দাবি করেছে ৷ প্রতীকী ছবি ৷


এই শো-রুম থেকে নতুন গাড়ি কিনতে চাইলেও তা করতে পারেন সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে এখন প্রতিটি শো-রুমই হাইটেক প্রযুক্তি সম্পন্ন ৷ যা দুর্দান্ত অভিজ্ঞতা দেবে গ্রাহকদের ৷ প্রতীকী ছবি ৷


টাটা মোটরসের (Tata Motors) এই শো-রুমে অনলাইন ও অফলাইন পরিষেবা পাওয়া যাবে ৷ টাটা মোটরসের সেলস অ্যান্ড মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট রাজন লাম্বা জানিয়েছেন তাঁদের সংস্থা অর্থবর্ষ ২০২০ সালের তুলনায় ২০২১-এ ৬৯ শতাংশ বিক্রি বাড়িয়েছে ৷ প্রতীকী ছবি ৷