HDFC ব্যাঙ্ক থেকে ৫ বছর মেয়াদে ১০ লাখ টাকার Personal Loan নিচ্ছেন? মাসে কত EMI পড়বে দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
পার্সোনাল লোন সহজে পাওয়া যায়। আবেদন করা যায় ঘরে বসেই। দ্রুত অনুমোদনও মেলে। কিন্তু এই লোনের সুদের হার বেশি।
advertisement
পার্সোনাল লোন সহজে পাওয়া যায়। আবেদন করা যায় ঘরে বসেই। দ্রুত অনুমোদনও মেলে। কিন্তু এই লোনের সুদের হার বেশি। তবে দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাঙ্ক কম সুদে পার্সোনাল লোন দিচ্ছে। বর্তমানে এইচডিএফসি-এর ব্যক্তিগত ঋণে সুদের হার ১০.৭৫ শতাংশ। এর সঙ্গে ৪,৯৯৯ টাকা প্রসেসিং ফি দিতে হবে। তবে ক্রেডিট স্কোর ভাল থাকলে তবেই ১০.৭৫ শতাংশ হারে সুদ মিলবে।
advertisement
এখন কেউ যদি এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ৫ বছর মেয়াদে ১০ লাখ টাকার পার্সোনাল লোন নেন, তাহলে প্রতি মাসে তাঁকে কত টাকার ইএমআই দিতে হবে? আগেই বলা হয়েছে সুদের হার ১০.৭৫ শতাংশ। এই হিসাবে লোন ক্যালকুলেটর অনুযায়ী, প্রতি মাসে ইএমআই পড়বে ২১,৬১৮ টাকা। হিসাব অনুযায়ী, ১০ লাখ টাকার পার্সোনাল লোনে গ্রাহককে মোট ২,৯৭,০৭৭ টাকা সুদ দিতে হবে। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে তাঁকে মোট ১২ লাখ ৯৭ হাজার ৭৭ টাকা শোধ করতে হবে।
advertisement
advertisement