Stock Market News : মাত্র ১৫ দিনে চমকে দেওয়া রিটার্ন, এই ৫ স্টকে নজর রাখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Stock Market News: মাত্র ১৫ দিনে এই ৫টি শেয়ারে চমকে দেওয়া রিটার্ন পাওয়া যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই ৫টি ধামাকাদার শেয়ার।
নিরাপদ তো বলা যাবে না কখনই! তার পরেও মানুষ কেন শেয়ার বাজারে বিনিয়োগ, এই প্রশ্ন অনেককেই ভাবিয়ে তুলতে পারে। কারণটা খুব সহজ। বিনিয়োগ মাত্রই ঝুঁকিপূর্ণ, তবে সেই ঝুঁকির পরিমাণ অনেকটা কমিয়ে নেওয়া যায় যদি যথাযথ পরিকল্পনা করে তা করা হয়। অন্য দিকে, শেয়ার বাজারে রিটার্ন লগ্নি করা মূল অঙ্কের চেয়ে সব সময়েই প্রায় বেশি থাকে।
advertisement
তবে হ্যাঁ, এও সত্যি যে শেয়ার বাজার সবসময় ওঠানামা করে। তাই শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিতে পারলে ভাল হয়। শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে সব দিক বিবেচনা করা উচিত। এরই মধ্যে Axis Direct এবং Sharekhan আগামী ১৫ দিনের মধ্যে হিন্দুস্তান অ্যারোনটিক্স, জুয়ারি এগ্রো, শিল্প মেডিকেয়ার, Zomato-এর মতো ৫টি শেয়ার কেনার পরামর্শ দিয়েছে৷ কারণ মাত্র ১৫ দিনে এই ৫টি শেয়ারে চমকে দেওয়া রিটার্ন পাওয়া যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই ৫টি ধামাকাদার শেয়ার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement