PM Kisan: এখনও অ্যাকাউন্টে আসেনি যোজনার ১৫তম কিস্তির টাকা ? দেখে নিন কী করতে হবে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
যাঁরা এই সুবিধা পান, তাঁরা শেষ কিস্তির টাকা পেয়েছেন কি না তা সহজেই যাচাই করে দেখে নিতে পারবেন।
advertisement
advertisement
এরই ফলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় মোট ১৮,৬১০ কোটি টাকা প্রায় ৮ লক্ষ ১১ হাজার কৃষকের অ্যাকাউন্টে পৌঁছেছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার এক বছরে ৬ হাজার টাকার সহায়তা পৌঁছে দেয় দেশের সমস্ত কৃষকের কাছে। তবে এককালীন নয়। বরং তিন কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয় তাঁদের অ্যাকাউন্টে সরাসরি।
advertisement
advertisement
পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এসেছে কি না তা দেখার জন্য—প্রথমেই পিএম কিষাণ সম্মান নিধির ব্যালান্স জানতে হবে। এজন্য উপভোক্তাকে প্রথমে পিএম কিষাণ পোর্টাল বা অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in –এ যেতে হবে। সেখানে কৃষক কর্নারে গিয়ে নিজের স্টেটাস যাচাই করে দেখতে হবে। এখানে উপভোক্তার আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর লিখে দিতে হবে। তারপর নির্ভুল ক্যাপচা কোড লিখতে হবে। এর পর Get Status-এ ক্লিক করতে হবে। তাহলেই স্ক্রিনে ফুটে উঠবে ওই উপভোক্তার অ্যাকাউন্টের বর্তমান পরিস্থিতি।
advertisement
advertisement
প্রথমেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তালিকায় নিজের নাম রয়েছে কি না তা যাচাই করে নিতে হবে। এজন্যও https://pmkisan.gov.in–এ যেতে হবে। সেখানে সুবিধাভোগীদের নামের তালিকা খুঁজে বের করতে হবে। নির্দিষ্ট page-এ রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক, গ্রামের নাম নির্বাচন করে নিতে হবে। সেখানে Report ট্যাবে ক্লিক করলেই সমস্ত সুবিধাভোগীর নামের তালিকা খুলে যাবে।
advertisement
advertisement









