PM Kisan: এখনও অ্যাকাউন্টে আসেনি যোজনার ১৫তম কিস্তির টাকা ? দেখে নিন কী করতে হবে

Last Updated:
যাঁরা এই সুবিধা পান, তাঁরা শেষ কিস্তির টাকা পেয়েছেন কি না তা সহজেই যাচাই করে দেখে নিতে পারবেন।
1/9
সারা দেশের কৃষকের জন্য সম্মান নিধি যোজনা চালু করেছেন প্রধানমন্ত্রী। তার সুফল পাচ্ছেন কোটি কোটি মানুষ। এর আগেই চতুর্দশ কিস্তির টাকা ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে। অপেক্ষা ছিল পঞ্চদশ কিস্তির টাকা পাওয়ার।
সারা দেশের কৃষকের জন্য সম্মান নিধি যোজনা চালু করেছেন প্রধানমন্ত্রী। তার সুফল পাচ্ছেন কোটি কোটি মানুষ। এর আগেই চতুর্দশ কিস্তির টাকা ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে। অপেক্ষা ছিল পঞ্চদশ কিস্তির টাকা পাওয়ার।
advertisement
2/9
জানা গিয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসেই অ্যাকাউন্টে আসবে পঞ্চদশ কিস্তির টাকা। সেই মতো সারা দেশের প্রায় ৮ কোটি কৃষকের ব্যক্তিগত অ্যাকাউন্টে। এই পর্যায়েও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২ হাজার টাকা পেয়েছেন তাঁরা।
জানা গিয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসেই অ্যাকাউন্টে আসবে পঞ্চদশ কিস্তির টাকা। সেই মতো সারা দেশের প্রায় ৮ কোটি কৃষকের ব্যক্তিগত অ্যাকাউন্টে। এই পর্যায়েও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২ হাজার টাকা পেয়েছেন তাঁরা।
advertisement
3/9
এরই ফলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় মোট ১৮,৬১০ কোটি টাকা প্রায় ৮ লক্ষ ১১ হাজার কৃষকের অ্যাকাউন্টে পৌঁছেছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার এক বছরে ৬ হাজার টাকার সহায়তা পৌঁছে দেয় দেশের সমস্ত কৃষকের কাছে। তবে এককালীন নয়। বরং তিন কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয় তাঁদের অ্যাকাউন্টে সরাসরি।
এরই ফলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় মোট ১৮,৬১০ কোটি টাকা প্রায় ৮ লক্ষ ১১ হাজার কৃষকের অ্যাকাউন্টে পৌঁছেছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার এক বছরে ৬ হাজার টাকার সহায়তা পৌঁছে দেয় দেশের সমস্ত কৃষকের কাছে। তবে এককালীন নয়। বরং তিন কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয় তাঁদের অ্যাকাউন্টে সরাসরি।
advertisement
4/9
যাঁরা এই সুবিধা পান, তাঁরা শেষ কিস্তির টাকা পেয়েছেন কি না তা সহজেই যাচাই করে দেখে নিতে পারবেন।
যাঁরা এই সুবিধা পান, তাঁরা শেষ কিস্তির টাকা পেয়েছেন কি না তা সহজেই যাচাই করে দেখে নিতে পারবেন।
advertisement
5/9
পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এসেছে কি না তা দেখার জন্য—প্রথমেই পিএম কিষাণ সম্মান নিধির ব্যালান্স জানতে হবে। এজন্য উপভোক্তাকে প্রথমে পিএম কিষাণ পোর্টাল বা অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in –এ যেতে হবে। সেখানে কৃষক কর্নারে গিয়ে নিজের স্টেটাস যাচাই করে দেখতে হবে। এখানে উপভোক্তার আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর লিখে দিতে হবে। তারপর নির্ভুল ক্যাপচা কোড লিখতে হবে। এর পর Get Status-এ ক্লিক করতে হবে। তাহলেই স্ক্রিনে ফুটে উঠবে ওই উপভোক্তার অ্যাকাউন্টের বর্তমান পরিস্থিতি।
পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এসেছে কি না তা দেখার জন্য—প্রথমেই পিএম কিষাণ সম্মান নিধির ব্যালান্স জানতে হবে। এজন্য উপভোক্তাকে প্রথমে পিএম কিষাণ পোর্টাল বা অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in –এ যেতে হবে। সেখানে কৃষক কর্নারে গিয়ে নিজের স্টেটাস যাচাই করে দেখতে হবে। এখানে উপভোক্তার আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর লিখে দিতে হবে। তারপর নির্ভুল ক্যাপচা কোড লিখতে হবে। এর পর Get Status-এ ক্লিক করতে হবে। তাহলেই স্ক্রিনে ফুটে উঠবে ওই উপভোক্তার অ্যাকাউন্টের বর্তমান পরিস্থিতি।
advertisement
6/9
টাকা না এলে—অনেক সময়ই দেখা যাচ্ছে, উপভোক্তার অ্যাকাউন্টে সময় মতো কিস্তির টাকা জমা পড়ছে না। সেক্ষেত্রে খুব সহজ কয়েকটি পদক্ষেপ করা যেতে পারে।
টাকা না এলে—অনেক সময়ই দেখা যাচ্ছে, উপভোক্তার অ্যাকাউন্টে সময় মতো কিস্তির টাকা জমা পড়ছে না। সেক্ষেত্রে খুব সহজ কয়েকটি পদক্ষেপ করা যেতে পারে।
advertisement
7/9
প্রথমেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তালিকায় নিজের নাম রয়েছে কি না তা যাচাই করে নিতে হবে। এজন্যও https://pmkisan.gov.in–এ যেতে হবে। সেখানে সুবিধাভোগীদের নামের তালিকা খুঁজে বের করতে হবে। নির্দিষ্ট page-এ রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক, গ্রামের নাম নির্বাচন করে নিতে হবে। সেখানে Report ট্যাবে ক্লিক করলেই সমস্ত সুবিধাভোগীর নামের তালিকা খুলে যাবে।
প্রথমেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তালিকায় নিজের নাম রয়েছে কি না তা যাচাই করে নিতে হবে। এজন্যও https://pmkisan.gov.in–এ যেতে হবে। সেখানে সুবিধাভোগীদের নামের তালিকা খুঁজে বের করতে হবে। নির্দিষ্ট page-এ রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক, গ্রামের নাম নির্বাচন করে নিতে হবে। সেখানে Report ট্যাবে ক্লিক করলেই সমস্ত সুবিধাভোগীর নামের তালিকা খুলে যাবে।
advertisement
8/9
যদি কোনও রকম অসুবিধা হয়, টাকা না আসে বা নাম না থাকে তাহলে পিএম কিষাণ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
যদি কোনও রকম অসুবিধা হয়, টাকা না আসে বা নাম না থাকে তাহলে পিএম কিষাণ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
advertisement
9/9
হেল্পলাইন নম্বর—155261/011-24300606/0120-6025109

পিএম কিষাণ টোল-ফ্রি নম্বর—
18001155266

ফোন নম্বর—
011-23381092/231382
হেল্পলাইন নম্বর—155261/011-24300606/0120-6025109 পিএম কিষাণ টোল-ফ্রি নম্বর— 18001155266 ফোন নম্বর— 011-23381092/231382
advertisement
advertisement
advertisement