State Bank of India Platinum Deposit Scheme: FD-তে কমতে পারে সুদ, গ্রাহকদের জন্য SBI-এর বাম্পার অফার

Last Updated:
State Bank of India Platinum Deposit Scheme: এসবিআইয়ের স্পেশ্যাল ডিপোজিট স্কিমে দারুণ সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা
1/7
বিনিয়োগ সুরক্ষিত করতে হলে FD-কে উপযুক্ত মাধ্যম বাছতে হলে বড় সুযোগ থাকছে হাতের মুঠোয় ৷ প্রতীকী ছবি ৷
বিনিয়োগ সুরক্ষিত করতে হলে FD-কে উপযুক্ত মাধ্যম বাছতে হলে বড় সুযোগ থাকছে হাতের মুঠোয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
দেশের সব থেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), গ্রাহকদের জন স্পেশ্যাল ডিপোজিট স্কিম (Special Deposit) শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
দেশের সব থেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), গ্রাহকদের জন স্পেশ্যাল ডিপোজিট স্কিম (Special Deposit) শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
৭৫ বছরের গ্রাহকদের জন্য দেশের স্বাধীনতার ৭৫ বছরে ভারতীয় স্টেট ব্যাঙ্কের বড় উপহার (SBI Platinum Deposits) তবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
৭৫ বছরের গ্রাহকদের জন্য দেশের স্বাধীনতার ৭৫ বছরে ভারতীয় স্টেট ব্যাঙ্কের বড় উপহার (SBI Platinum Deposits) তবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
এসবিআই প্ল্যাটিনাম ডিপোজিটের (SBI Platinum Deposit) মতই ৭৫ দিন, ৭৫ সপ্তাহ, ৭৫ মাসের জন্য এমন ফিক্সড ডিপোজিট বাজারে নিয়ে এসেছে যেখানে ১৫ বিপিএস পর্যন্ত বাড়তি সুদ পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
এসবিআই প্ল্যাটিনাম ডিপোজিটের (SBI Platinum Deposit) মতই ৭৫ দিন, ৭৫ সপ্তাহ, ৭৫ মাসের জন্য এমন ফিক্সড ডিপোজিট বাজারে নিয়ে এসেছে যেখানে ১৫ বিপিএস পর্যন্ত বাড়তি সুদ পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/7
৭৫ দিনের টার্ম ডিপোজিটে (Term Deposit) সুদের হার ৩.৯০ শতাংশ, সেক্ষেত্রে প্ল্যাটিনাম ডিপোজিটে ৩.৯৫ শতাংশ সুদের প্রস্তব দেওয়া হয়েছে ৷ ৫২৫ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫ শতাংশ পর্যন্ত, সেক্ষেত্রে প্ল্যাটিনাম ডিপোজিটে সুদের হার ৫.১০ শতাংশ ৷ ২২৫০ দিনের টার্ম ডিপোজিটে সুদের হার ৫.৪০ শতাংশ, প্ল্যাটিনাম ডিপোজিটে সুদের হার ৫.৫৫ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
৭৫ দিনের টার্ম ডিপোজিটে (Term Deposit) সুদের হার ৩.৯০ শতাংশ, সেক্ষেত্রে প্ল্যাটিনাম ডিপোজিটে ৩.৯৫ শতাংশ সুদের প্রস্তব দেওয়া হয়েছে ৷ ৫২৫ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫ শতাংশ পর্যন্ত, সেক্ষেত্রে প্ল্যাটিনাম ডিপোজিটে সুদের হার ৫.১০ শতাংশ ৷ ২২৫০ দিনের টার্ম ডিপোজিটে সুদের হার ৫.৪০ শতাংশ, প্ল্যাটিনাম ডিপোজিটে সুদের হার ৫.৫৫ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/7
প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার (Interest Rates for Senior Citizens) ৭৫ দিনের বিনিয়োগে সুদের হার ৪.৪০ শতাংশ, প্ল্যাটিনাম ডিপোজিটে ৪.৪৫ শতাংশ সুদ, ৫২৫ দিনের জন্য সুদ ৫.৫০ শতাংশ প্ল্যাটিনাম ডিপোজিটে সুদের হার ৫.৬০ শতাংশ ২২৫০ দিনের জন্য সুদ ৬.২০ শতাংশের প্রস্তাব দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার (Interest Rates for Senior Citizens) ৭৫ দিনের বিনিয়োগে সুদের হার ৪.৪০ শতাংশ, প্ল্যাটিনাম ডিপোজিটে ৪.৪৫ শতাংশ সুদ, ৫২৫ দিনের জন্য সুদ ৫.৫০ শতাংশ প্ল্যাটিনাম ডিপোজিটে সুদের হার ৫.৬০ শতাংশ ২২৫০ দিনের জন্য সুদ ৬.২০ শতাংশের প্রস্তাব দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
এই স্কিমের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্কিমে বেশি সুদ পাওয়া যায় ৷ এসবিআই প্ল্যাটিনাম ফিক্সড ডিপোজিটে মাসিক বা ত্রৈমাসিক হারে টাকা জমা দেওয়া যায় ৷ এছাড়াও টার্ম ডিপোজিটে ম্যাচিউরিটির পরে সুদের সুবিধা পাওয়া যায় ৷ সুদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
এই স্কিমের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্কিমে বেশি সুদ পাওয়া যায় ৷ এসবিআই প্ল্যাটিনাম ফিক্সড ডিপোজিটে মাসিক বা ত্রৈমাসিক হারে টাকা জমা দেওয়া যায় ৷ এছাড়াও টার্ম ডিপোজিটে ম্যাচিউরিটির পরে সুদের সুবিধা পাওয়া যায় ৷ সুদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement