বিশেষ অফার! কনফার্ম টিকিট না পেলে ফ্লাইটে যাত্রা করার মিলবে সুযোগ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এজেন্টের মাধ্যমে তৎকাল টিকিট বুকিং করতে পারেন কিন্তু তার জন্য বাড়তি চার্জ দিতে হয় ৷
ট্রেনের টিকিট বুকিং করার সময় সবার একটাই চিন্তা থাকে ৷ কনফার্ম টিকিট মিলবে তো ? কনফার্ম টিকিটের জন্য কয়েক মাস আগে থেকে ট্রাভেল প্ল্যান ও টিকিট বুক করতে হয় ৷ এজেন্টের মাধ্যমে তৎকাল টিকিট বুকিং করতে পারেন কিন্তু তার জন্য বাড়তি চার্জ দিতে হয় ৷ কিন্তু শীঘ্রই এই সমস্যা দূর হয়ে যাবে ৷ সম্প্রতি মুম্বইয়ের একটি স্টার্টআপের তরফে দাবি করা হয়েছে যে অল্প সময়ে রেল টিকিট বুকিং করার সময় যাত্রীদের সমস্যা দূর করা যাবে এবার সহজেই ৷ এই স্টার্টআপ Railofy নামে একটি বিশেষ অ্যাপ জারি করেছে ৷
advertisement
আপাতত কেবল মুম্বইয়ে এই অ্যাপ জারি করা হয়েছে ৷ এই অ্যাপ যাত্রীদের তৎকাল টিকিট বুকিং করার সুবিধা দেবে ৷ এই অ্যাপে ৫০ থেকে ৫০০ টাকার মধ্যে রেজিষ্ট্রেশন করতে পারবেন ৷ স্টার্টআপের তরফে জানানো হয়েছে যে যাত্রীরা এই অ্যাপে রেজিষ্ট্রেশন করানোর পর তৎকাল টিকিট বুকিং করার সুবিধা পাবেন ৷ শীঘ্রই গোটা দেশে এই পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে ৷
advertisement
স্টাটআপ সংস্থার তরফে দাবি করা হয়েছে যে এই অ্যাপের মাধ্যমে যদি বুক করা টিকিট আরএসি বা ওয়েটিং লিস্টে থাকে তাহলে এর বদলে যাত্রীদের জন্য ফ্লাইট টিকিট বুকিং করে দেওয়া হবে ৷ অথার্ৎ কোনও যাত্রীর তৎকাল টিকিট কনফার্ম না হলে সংস্থা তাদের ফ্লাইটে যাত্রা করার সুযোগ দেবে ৷ ফ্লাইট টিকিটের ব্যবস্থা এই সংস্থার তরফে করা হবে ৷
advertisement
