New Business Idea: বিনা পুঁজিতেই শুরু করুন এই ব্যবসা! লাভ হবে বিপুল টাকা

Last Updated:
New Business Opportunity: বিনা পুঁজিতে তৈরি করুন খেঁজুর পাতার ঝাড়ু। লাভ হবে অনেক। এই খেঁজুর পাতার ঝাড়ু এখন বাজারে ৫০ টাকা প্রতি পিস দরে বিক্রি হচ্ছে। 
1/5
বিনা পুঁজিতে তৈরি করুন খেঁজুর পাতার ঝাড়ু। লাভ হবে অনেক। এই খেঁজুর পাতার ঝাড়ু এখন বাজারে ৫০ টাকা প্রতি পিস দরে বিক্রি হচ্ছে। এই ঝাড়ু তৈরি করতে লাগবে খেঁজুরের পাতা। আর লাগবে দড়ি।
বিনা পুঁজিতে তৈরি করুন খেঁজুর পাতার ঝাড়ু। লাভ হবে অনেক। এই খেঁজুর পাতার ঝাড়ু এখন বাজারে ৫০ টাকা প্রতি পিস দরে বিক্রি হচ্ছে। এই ঝাড়ু তৈরি করতে লাগবে খেঁজুরের পাতা। আর লাগবে দড়ি।
advertisement
2/5
এই সামান্য উপকরণ জোগাড় করতে পারলেই ঝাড়ু তৈরি করতে পারবেন। দক্ষিণ ২৪ পরগনায় এই ঝাড়ুর চাহিদা রয়েছে। স্থানীয়ভাবে এই ঝাড়ুর নাম কুস্তে। কুস্তে যারা তৈরি করেন, তারা কুস্তে তৈরির পর বাজারে গিয়ে সরাসরি বিক্রি করেন।
এই সামান্য উপকরণ জোগাড় করতে পারলেই ঝাড়ু তৈরি করতে পারবেন। দক্ষিণ ২৪ পরগনায় এই ঝাড়ুর চাহিদা রয়েছে। স্থানীয়ভাবে এই ঝাড়ুর নাম কুস্তে। কুস্তে যারা তৈরি করেন, তারা কুস্তে তৈরির পর বাজারে গিয়ে সরাসরি বিক্রি করেন।
advertisement
3/5
এ নিয়ে প্রহ্লাদ হালদার নামের এক ব্যক্তি জানিয়েছেন, কুস্তে আগে ২০ টাকা দরে বিক্রি হত, তবে এখন দাম বেড়েছে। খরচ প্রায় নেই বললেই চলে। যা হয় পুরোটাই লাভ। দুটি কুস্তে বিক্রি করলে লাভ হয় গড়ে ১০০ টাকা।
এ নিয়ে প্রহ্লাদ হালদার নামের এক ব্যক্তি জানিয়েছেন, কুস্তে আগে ২০ টাকা দরে বিক্রি হত, তবে এখন দাম বেড়েছে। খরচ প্রায় নেই বললেই চলে। যা হয় পুরোটাই লাভ। দুটি কুস্তে বিক্রি করলে লাভ হয় গড়ে ১০০ টাকা।
advertisement
4/5
এই কুস্তে তৈরির জন্য খেঁজুর পাতা শুকনো করার প্রয়োজন রয়েছে। খেঁজুর পাতা শুকনো হলে সেটি ঝুরো করতে হয়।পাতা গুলিকে ঝুড়ো করে, এক জায়গায় বেঁধে ঝাড়ুর আকারে নিয়ে আসতে হবে। তারপর সেগুলি বিক্রি করা যাবে।
এই কুস্তে তৈরির জন্য খেঁজুর পাতা শুকনো করার প্রয়োজন রয়েছে। খেঁজুর পাতা শুকনো হলে সেটি ঝুরো করতে হয়।পাতা গুলিকে ঝুড়ো করে, এক জায়গায় বেঁধে ঝাড়ুর আকারে নিয়ে আসতে হবে। তারপর সেগুলি বিক্রি করা যাবে।
advertisement
5/5
বাজারে সরাসরি বিক্রি করা যায় এই ঝাড়ু। তা না হলে বিভিন্ন দোকান গুলিতে এই ঝাড়ু দিয়ে আসলে তারা সেগুলি বিক্রি করে দিতে পারে।তাহলে আর দেরি কিসের খুব সহজে বাড়িতেই তৈরি করুন এই ঝাড়ু। বিনা পয়সার এই ব্যবসা থেকে লাভ হবে অনেক।
বাজারে সরাসরি বিক্রি করা যায় এই ঝাড়ু। তা না হলে বিভিন্ন দোকান গুলিতে এই ঝাড়ু দিয়ে আসলে তারা সেগুলি বিক্রি করে দিতে পারে।তাহলে আর দেরি কিসের খুব সহজে বাড়িতেই তৈরি করুন এই ঝাড়ু। বিনা পয়সার এই ব্যবসা থেকে লাভ হবে অনেক।
advertisement
advertisement
advertisement