মোদি সরকারের সাহায্যে শুরু করুন এই ব্যবসা, আয় করবেন লক্ষ লক্ষ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
মোদি সরকারের মুদ্রা স্কিমের সাহায্য নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সহজেই ৷
ব্যবসা করার পরিকল্পনা থাকলে মোদি সরকারের এই স্কিমের সুবিধা অবশ্যই নিন ৷ ব্যবসা শুরু করার জন্য সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হল আইডিয়া ৷ এরপর ওই ব্যবসায় কত টাকা ইনভেস্ট করতে হবে সেটাও হিসেব করতে হবে ৷ মোদি সরকারের মুদ্রা স্কিমের সাহায্য নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সহজেই ৷ এই স্কিমে অনেকটা কম সুদে মিলবে লোন ৷ এমন একটি ব্যবসা রয়েছে যেখানে আপনি মাত্র ৫৫ হাজার টাকা ইনভেস্ট করলেই আয় করতে পারবেন ১.৬৮ লক্ষ টাকা ৷
advertisement
বনানা ফাইবারের ব্যবসা ৷ অথার্ৎ কলা গাছের ফাইবার থেকে তৈরি প্রোডাক্টের ইউনিট শুরু করে ভাল আয়ের সম্ভাবনা রয়েছে ৷ কলার ফাইবার থেকে হ্যান্ড ব্যাগ, কারপেট, চটাই, বেল্ট, কাপড়, শাড়ি, স্যান্ডেল, ডোরম্যাট, ফটো ফ্রেম, সোফা কভারের মতো প্রোডাক্ট তৈরি করা হয়ে থাকে ৷ বাড়ি সাজানোর জন্যেই কলা গাছের ফাইবারের তৈরি জিনিস ব্যবহার করা হয়ে থাকে ৷
advertisement
advertisement
ওয়ার্কিং ক্যাপিটল হিসেবে ৭০ হাজার টাকা লাগবে ১ মাসের জন্য ৷ এর মধ্যে ১৫ দিনের প্রোডাক্টের জন্য র মেটিরিয়ল, প্যাকেজিংয়ের মেটিরিয়ল এবং অন্য কিছু জিনিস রয়েছে ৷ এর মধ্যে ৬৫ শতাংশ অথার্ৎ ৪৫ হাজার ব্যাঙ্ক দেবে ৷ মোট খরচ করতে হবে ১.৩০ লক্ষ ও ২৫ হাজার টাকা অথার্ৎ ১.৫৫ লক্ষ টাকা ৷ ইউনিট লাগানোর জন্য ৫৫ হাজার টাকা ইনভেস্ট করতে হবে ৷
advertisement
সরকারের স্কিম অনুযায়ী প্রোজেক্ট দেখালে ব্যাঙ্কের তরফে ১ লক্ষ টাকার লোন দেওয়া হবে ৷ প্রোডাক্ট তৈরি, বিক্রি, ট্যাক্স, কর্মচারীদের বেতন ও লোনের সুদ মিলিয়ে গোটা বছরে মোট খরচা ৪.৯৯ লক্ষ টাকা ৷ বছরে আনুমানিক ৬.৬৫ লক্ষ টাকার বিক্রি হবে ৷ অথার্ৎ প্রথম বছরে ১.৬৬ লক্ষ টাকার লাভ হবে যা মাসে ১৪ হাজার টাকা হয় ৷ ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে লাভের পরিধিও বাড়বে ৷