৩০ জুন পর্যন্ত IDBI ব্যাঙ্কের বিশেষ FD-তে থেকে মাত্র ৩৭৫ দিনে ধনী হয়ে ওঠার মস্ত সুযোগ
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Special FD: কেউ যদি কম সময়ে বেশি রিটার্ন পেতে চান, তাহলে এই মাসের শেষের দিকে বিনিয়োগ করতে হবে।
IDBI ব্যাঙ্ক কোটি কোটি গ্রাহকদের বিশেষ ফিক্সড ডিপোজিট অফার করছে, যাতে বিনিয়োগের জন্য ১০ দিন বাকি রয়েছে। গ্রাহকরা ৩০ জুন, ২০২৪ পর্যন্ত IDBI ব্যাঙ্কের বিশেষ FD-তে বিনিয়োগ করতে পারেন। কেউ যদি ৩৭৫ দিনের এফডিতে ৭.৬০ শতাংশ সুদ পেতে চান, তবে এতে বিনিয়োগ করতে পারেন। কেউ যদি কম সময়ে বেশি রিটার্ন পেতে চান, তাহলে এই মাসের শেষের দিকে বিনিয়োগ করতে হবে।
advertisement
advertisement
IDBI উৎসব বিশেষ ৪০০ দিনের FD স্কিম -IDBI ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, গ্রাহকরা ৩০ জুন, ২০২৪ পর্যন্ত উৎসব FD স্কিমে বিনিয়োগ করতে পারেন। আইডিবিআই ব্যাঙ্কের নিয়মিত গ্রাহক, এনআরআই এবং এনআরওদের এটিতে ৪৪৪ দিনের মেয়াদে ৭.২৫% হারে সুদ দিচ্ছে। ব্যাঙ্ক বিনিয়োগকারীদের অকালে এই FD তুলে নেওয়া এবং বন্ধ করার অনুমতি দেয়।
advertisement
advertisement








