ফের গোল্ড বন্ড বিক্রি করা শুরু করল রিজার্ভ ব্যাঙ্ক, অনলাইন পেমেন্টে মিলবে ছাড়

Last Updated:
এই বন্ডে প্রতি এক গ্রাম সোনার দাম রাখা হয়েছে ৪ হাজার ৫৯০ টাকা।
1/5
আজ সোমবার থেকে বাজারে ফের আসছে গোল্ড বন্ড। ভারত সরকারের হয়ে রিজার্ভ ব্যাঙ্ক সোমবার থেকে দ্বিতীয় ইস্যু করছে সার্বভৌম গোল্ড বন্ড (SGB) ২০২০-২১। আগামী ১৫ মে পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্ক, নির্দিষ্ট কিছু পোস্ট অফিস থেকে বন্ড কেনা যাবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক (আরবিআই)।
আজ সোমবার থেকে বাজারে ফের আসছে গোল্ড বন্ড। ভারত সরকারের হয়ে রিজার্ভ ব্যাঙ্ক সোমবার থেকে দ্বিতীয় ইস্যু করছে সার্বভৌম গোল্ড বন্ড (SGB) ২০২০-২১। আগামী ১৫ মে পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্ক, নির্দিষ্ট কিছু পোস্ট অফিস থেকে বন্ড কেনা যাবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক (আরবিআই)।
advertisement
2/5
এই বন্ডে প্রতি এক গ্রাম সোনার দাম রাখা হয়েছে ৪ হাজার ৫৯০ টাকা। যারা অনলাইনে এই সোনার বন্ড কিনবেন আর ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করলে আপনি প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় পাবেন। সে ক্ষেত্রে গোল্ড বন্ডের দাম দাঁড়াবে প্রতি গ্রামে ৪,৫৪০ টাকা। কেনাকাটা সারা হলে ‌‌‌‌১৯ মে থেকে গ্রাহকদের কাছে এই বন্ড ইস্যু করা হবে।
এই বন্ডে প্রতি এক গ্রাম সোনার দাম রাখা হয়েছে ৪ হাজার ৫৯০ টাকা। যারা অনলাইনে এই সোনার বন্ড কিনবেন আর ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করলে আপনি প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় পাবেন। সে ক্ষেত্রে গোল্ড বন্ডের দাম দাঁড়াবে প্রতি গ্রামে ৪,৫৪০ টাকা। কেনাকাটা সারা হলে ‌‌‌‌১৯ মে থেকে গ্রাহকদের কাছে এই বন্ড ইস্যু করা হবে।
advertisement
3/5
অন্তত এক গ্রাম সোনার বন্ড কিনতে হবে। তবে প্রতি গ্রামের গুণিতক সোনার বন্ড কেনা যাবে। ‌একজন বছরে সর্বাধিক ৪ কেজি সোনার বন্ড কিনতে পারবেন।
অন্তত এক গ্রাম সোনার বন্ড কিনতে হবে। তবে প্রতি গ্রামের গুণিতক সোনার বন্ড কেনা যাবে। ‌একজন বছরে সর্বাধিক ৪ কেজি সোনার বন্ড কিনতে পারবেন।
advertisement
4/5
মোট ৬ দফায় গোল্ড বন্ড ইস্যু করবে কেন্দ্রীয় সরকার। এই সিরিজের পরবর্তীকালের বন্ড গুলি জুন, জুলাই মাসে ছাড়া হবে।
মোট ৬ দফায় গোল্ড বন্ড ইস্যু করবে কেন্দ্রীয় সরকার। এই সিরিজের পরবর্তীকালের বন্ড গুলি জুন, জুলাই মাসে ছাড়া হবে।
advertisement
5/5
প্রথম কিস্তি গোল্ড বন্ড বিনিয়োগকারীদের জন্য খোলা ছিল গত ২০-২৪ এপ্রিল তারিখ পর্যন্ত। ইস্যুর দাম ধরা হয়েছিল প্রতি ১ গ্রাম সোনায় ৪,৬৩৯ টাকা।
প্রথম কিস্তি গোল্ড বন্ড বিনিয়োগকারীদের জন্য খোলা ছিল গত ২০-২৪ এপ্রিল তারিখ পর্যন্ত। ইস্যুর দাম ধরা হয়েছিল প্রতি ১ গ্রাম সোনায় ৪,৬৩৯ টাকা।
advertisement
advertisement
advertisement