Small Savings Scheme: PPF, SCSS, সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার কি কমবে? যা বলছেন বিশেষজ্ঞরা…
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Small Savings Scheme: খুব শীঘ্রই অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমের সুদের হার ঘোষণা করা হবে।
গত কয়েক বছরে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) ছাড়া সমস্ত স্মল সেভিংস স্কিমের সুদের হার উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস) এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (এসএসএ)-তে ৮.২ শতাংশের আকর্ষণীয় হারে সুদ পেয়ে যাচ্ছেন গ্রাহকরা। যদিও এই ক্রমবর্ধমান সুদের হার চক্রের একবারে শেষ ভাগেই রয়েছি আমরা।
advertisement
advertisement
advertisement
চলতি মাসের শেষেই একাধিক স্মল সেভিংস স্কিমের সুদের হার পুনর্বিবেচনা করা হবে। এর মধ্যে অন্যতম হল - পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি), সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই), পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (পিওএমআইএস)। সাধারণ ভাবে ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পোস্ট অফিসের স্কিমগুলির সুদের হার ঘোষণা করার কথা কেন্দ্রের।
advertisement
advertisement
পিপিএফ, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার যা-ই হোক না কেন, সেকেন্ডারি মার্কেটে ১০ বছরের সরকারি সিকিউরিটিজের ফলনের সঙ্গে যুক্ত। প্রতি ত্রৈমাসিকের তিন মাস আগে তুলনীয় ম্যাচিউরিটির প্রাসঙ্গিক G-Secs-এর গড় ফলনের উপরে মার্ক-আপের জন্য নির্দিষ্ট সূত্র রয়েছে। গত তিন মাসের গড় G-Sec ফলনের উপর ভিত্তি করে প্রতি ত্রৈমাসিকে স্মল সেভিং স্কিমগুলির সুদের হার পর্যালোচনা করা হয়।
advertisement
অর্থ মন্ত্রকের ২০১৬ সালের বিজ্ঞপ্তির সূত্র মেনে পিপিএফ-এর বেঞ্চমার্ক ইল্ডের উপর ২৫ বেসিস পয়েন্ট (bps)-এর স্প্রেড রয়েছে। জুন থেকে অগাস্টে গড় ১০ বছরের বন্ড ইল্ড ছিল ৬.৯৩ শতাংশ। সেই সূত্র অনুযায়ী, পিপিএফ-এর সুদের হার সংশ্লিষ্ট ম্যাচিউরিটির গড় ১০ বছরের G-Sec ইল্ডের তুলনায় ২৫ বেসিস পয়েন্ট বেশি হবে। তাই ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের ত্রৈমাসিকের জন্য পিপিএফ-এর সুদের হার ৭.১৮% হওয়া উচিত।