১ জুলাই থেকে বদলাতে চলেছে NSC, PPF ও সুকন্যা সমৃদ্ধির সুদের হার ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সরকার প্রত্যেক ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমের সুদের হার বদল করে থাকে ৷
advertisement
advertisement
অর্থনীতি চাঙ্গা করতে স্মল সেভিংস স্কিমে সুদের হার কমাতে পারে সরকার ৷ রিজার্ভ ব্যাঙ্ক ও ব্যাঙ্কার্স দুই তরফ সুদের হার কমানোর পক্ষে ৷ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীন ৩১ মার্চ স্মল সেভিংস স্কিমে সুদের কমানো হয়েছিল ৷ কিন্তু পরের দিনই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন ৷ সরকার প্রত্যেক ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমের সুদের হার বদল করে থাকে ৷
advertisement