Skoda-র এই SUV কিনলে ব্যাপক লাভ, একবার গাড়ি চার্জ দিলে দৌড়বে ৪৮০ কিলোমিটার!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এই গাড়ি ৬.৯ সেকেন্ডে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগ বাড়াতে পারে৷
advertisement
টেস্টিংয়ের সময় কোনও কভার ছাড়া Enyaq iV -র টপ ৮০x ইলেকট্রিক ভ্যারিয়েন্ট ছিল৷ টায়ার ভক্সওয়াগনের এমইবি প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে৷ ইলেকট্রিক বাহনের জন্য বিশেষ রূপ ডিজাইন করা হয়েছে৷ এই গাড়ির দৈর্ঘ্য ৪,৬৪৮ মিমি, প্রস্ত ১,৮৭৭ মিমি, আর উচ্চতা ১,৬১৬ মিমি৷ অর্থাৎ Enyaq iV - অক্টোভিয়ার থেকে সামাণ্য ছোট৷
advertisement
একবার চার্জে গাড়ি চলবে ৪৬০ কিমি নতুন ইলেকট্রিক গাড়ি ৭৭ kWh ব্যাটারি প্যাকের সঙ্গে লঞ্চ হচ্ছে৷ যাকে DC ফাস্ট চার্জার শুধু ১২৫ kW অবধি ফাস্ট চার্জ করা যায়৷ এই ইলেকট্রিক কার অল হুইল ড্রাইভ অপশনের সঙ্গে আসবে৷ কোম্পানির দাবি এই গাড়ি একবার চার্জ করলে ৪৬০ কিমি বিনা থেমে দৌড়বে৷ এই গাড়ি ৬.৯ সেকেন্ডে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগ বাড়াতে পারে৷
advertisement
দামি হল স্কোডার এই গাড়ি হালেই এই স্কোডা কোম্পানি Slavia মিড সাইড সেডান গাড়ির দাম বাড়িয়ে দিয়েছে৷ এই গাড়ি মাত্র ৩ মাস আগেই লঞ্চ হয়েছে৷ মডেলের হিসেবে স্লাবিয়ার দাম এক ধাক্কায় ৬০ হাজার টাকা বেড়ে গেছে৷ এই গাড়ির চাহিদা খুবই ভাল৷ এছাড়া স্কোডা স্লাবিয়ার ১ লিটার ভ্যারিয়েন্ট দাম ১০.৬৯ লক্ষ টাকা (এক্স শোরুম) দামে লঞ্চ হয়েছিল৷ এই গাড়ির দামও ১০ হাজার টাকা অবধি বেড়েছে৷ ১.৫ লিটার TSI অটোমেটিক ভ্যারিয়েন্ট এথন ১৭.৭৯ লক্ষ টাকার বদলে ১৮.৩০ লক্ষ টাকা হয়ে যায়৷