SIP Return Calculation: SIP-র সাহায্যে কোটিপতি হওয়া কোনও ব্যাপারই নয়, ১১ হাজার, ১২ হাজার আর ১৩ হাজার মাসিক বিনিয়োগের হিসেব দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
SIP Return Calculation: SIP-এ বিনিয়োগ করে কোটিপতি হওয়া সহজ! মাসে ১১-১৩ হাজার টাকায় কত বছরে মিলবে ১ কোটি, দেখুন হিসেব
এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ উত্তরোত্তর বাড়ছে। বর্তমান সময়ে SIP বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম। অনেকেই এখন প্রতি মাসে SIP-তে বিনিয়োগ করছেন। তবে মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত, তাই নিশ্চিত রিটার্ন আশা করা যায় না। গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এসআইপিতে গড়ে ১২ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
advertisement
advertisement
মাত্র ৫০০ টাকা দিয়ে এসআইপি শুরু করা যায়। একটানা বিনিয়োগ করে গেলে ২৫ বছরে কোটি টাকার রিটার্ন মিলতে পারে। বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে ন্যূনতম ৫০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে হয়। তবে চাইলে বিনিয়োগের পরিমাণ বাড়ানোও যায়। এখানে ১১ হাজার, ১২ হাজার আর ১৩ হাজার মাসিক বিনিয়োগের হিসেব দেখা যাক! এখানে বিনিয়োগের সময়কাল ২০ বছর ধরে হিসেব কষা হবে।
advertisement
কেউ যদি এসআইপিতে মাসে ১১,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি সহজেই বার্ষিক ১২ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। এই অনুসারে, যদি কেউ ২০ বছরের জন্য ১১,০০০ টাকা প্রতি মাসে বিনিয়োগ করেন, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ হবে ২৬,৪০,০০০ টাকা। যদি এই পরিমাণের উপর ১২ শতাংশ রিটার্ন আসে, তাহলে তহবিল হবে ৭৪,৭৮,৪৩১ টাকা। তার পর মেয়াদপূর্তিতে, রিটার্ন এবং বিনিয়োগের পরিমাণ একত্রিত করে মোট তহবিল হবে ১,০১,১৮,৪৩১ টাকা।
advertisement
আবার যদি এই হিসেবে ১২,০০০ টাকা প্রতি মাসে বিনিয়োগ করা হয়, তাহলে রিটার্ন আরও বেশি হবে। যদি কেউ ২০ বছরের জন্য ১২,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে ১২ শতাংশ বার্ষিক রিটার্ন হারে, তহবিলের মূল্য হবে ১ কোটি টাকার উপরেই। ২০ বছরের জন্য ১২,০০০ টাকা বিনিয়োগ করা হলে বিনিয়োগের মোট পরিমাণ হবে ২৮,৮০,০০০ টাকা। যদি এই পরিমাণের উপর ১২ শতাংশ রিটার্ন আসে, তাহলে তহবিল হবে ৮১,৫৮,২৮৮ টাকা। তার পর, মেয়াদপূর্তিতে, রিটার্ন এবং বিনিয়োগের পরিমাণ একত্রিত করে মোট তহবিল হবে ১,১০,৩৮,২৮৮ টাকা।
advertisement
আবার যদি প্রতি মাসে ১৩,০০০ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে ২০ বছরে খুব স্বাভাবি ভাবেই আরও বড় অঙ্কের তহবিল তৈরি হবে। যদি ১২ শতাংশ বার্ষিক রিটার্ন হারে ২০ বছরের জন্য ১৩,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করা হয়, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ হবে ৩১,২০,০০০ টাকা। যদি এই পরিমাণে ১২ শতাংশ রিটার্ন আসে, তাহলে মোট তহবিলের পরিমাণ ৮৮,৩৮,১৪৬ টাকা হয়ে যাবে। তার পর, রিটার্ন এবং বিনিয়োগের পরিমাণ একত্রিত করলে, মেয়াদপূর্তিতে মোট তহবিল ১,১৯,৫৮,১৪৬ টাকা হবে।