SIP Calculation: ৪০০০ টাকার এসআইপি করছেন ? ৫ বছর পর কত টাকা রিটার্ন পাবেন ? বুঝে নিন হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
SIP Return Calculation: প্রতি মাসে ৪,০০০ টাকা SIP-এ বিনিয়োগ করলে ৫ বছরে উল্লেখযোগ্য রিটার্ন পাওয়া যায়। ১২% বার্ষিক রিটার্ন ধরলে দেখুন আপনার বিনিয়োগ কত বৃদ্ধি পেতে পারে এবং নিয়মিত বিনিয়োগের শক্তি বোঝার চেষ্টা করুন।
আজকাল বিনিয়োগকারীরা ব্যাপকভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন। এতে সাধারণত ১২ থেকে ১৪ শতাংশ পর্যন্ত অনুমানযোগ্য রিটার্ন পাওয়া যায়। তবে এই রিটার্ন শেয়ার বাজারের ওঠানামার ওপর নির্ভরশীল। আজ আমরা এসআইপি ক্যালকুলেশনের সাহায্যে বুঝে নেব, যদি ৫ বছর ধরে প্রতি মাসে ৪,০০০ টাকা করে এসআইপি করা হয়, তাহলে মোট কত ফান্ড তৈরি হতে পারে।
advertisement
advertisement
যদি কোনও বিনিয়োগকারী ৫ বছরের জন্য প্রতি মাসে ৪০০০ টাকা করে এসআইপি করেন, তাহলে তিনি মোট ৩,৩০,০০০ টাকা পাবেন। এই ৫ বছরে মূলধনই দাঁড়াবে ২,৪০,০০০ টাকা। কেবল রিটার্ন হিসেবেই আপনি প্রায় ৯০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। তবে এই রিটার্ন পুরোপুরি শেয়ার বাজারের ওঠানামার উপর নির্ভরশীল। এখন বুঝে নিই, আপনার বেতনের ভিত্তিতে ঠিক কতটা বিনিয়োগ করা উচিত।
advertisement
বেতন অনুযায়ী কতটুকু বিনিয়োগ করবেন?যদি আপনি SIP বা অন্য কোনো স্কিমে বিনিয়োগ করতে চান, তাহলে ৫০:৩০:২০ নিয়ম মেনে চলতে পারেন। সহজ ভাষায় বলতে গেলে, বিনিয়োগের আগে আপনাকে বেতনকে সঠিক ভাগে ভাগ করতে হবে, যাতে খরচও পুরো হয় এবং সেভিংও সহজে সম্ভব হয়।এই ফর্মুলা আমরা SIP বিনিয়োগের পরিমাণ নির্ধারণের জন্য ব্যবহার করব। এই নিয়ম অনুযায়ী, আপনাকে বেতনকে ৫০:৩০:২০ অনুপাতে ভাগ করতে হবে।
advertisement
advertisement
advertisement
আপনি চাইলে সেভিংসের এই পুরো অর্থ SIP-এ বিনিয়োগ করতে পারেন। অথবা ৩,০০০ টাকা SIP-তে বা কোনও নিরাপদ প্ল্যাটফর্মে বিনিয়োগ করতে পারেন।এছাড়া, আপনি যত দীর্ঘ সময়ের জন্য SIP-এ বিনিয়োগ করবেন, তত বেশি লাভ পাবেন।(ডিসক্লেইমার: মিউচুয়াল ফান্ডে ঝুঁকি থাকতে পারে, তাই বিনিয়োগ করার আগে অবশ্যই কোনও সার্টিফায়েড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করুন।)
