SIP Calculation: মাসে ৮ হাজার টাকার SIP থেকে ২০ লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারবেন সহজেই, হিসেবটা দেখে নিন
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
SIP Return Calculation: সবাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, কিন্তু কাঙ্ক্ষিত রিটার্ন অর্জনের জন্য তাঁদের কত দিন ধরে বিনিয়োগ করতে হবে তা বুঝতে পারেন না- এখানেই হিসেব কাজে আসে।
এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ উত্তরোত্তর বাড়ছে। বর্তমান সময়ে SIP বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম। অনেকেই এখন প্রতি মাসে SIP-তে বিনিয়োগ করছেন। তবে মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত, তাই নিশ্চিত রিটার্ন আশা করা যায় না। গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এসআইপিতে গড়ে ১২ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
advertisement
advertisement
advertisement
advertisement
গণনা বিনিয়োগের পরিমাণ- প্রতি মাসে ৮০০০ টাকাবিনিয়োগের রিটার্ন- ১২% যদি কোনও ব্যক্তি এসআইপিতে প্রতি মাসে ৮,০০০ টাকা বিনিয়োগ করেন এবং ২০ লক্ষ টাকার তহবিল তৈরি করতে চান, তাহলে তাঁকে ১১ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। তবে মনে রাখতে হবে যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন স্টক মার্কেটের ওঠানামার উপর নির্ভর করে।
advertisement
বিনিয়োগকারীদের মধ্যে একটি প্রচলিত ধারণা হল যে এসআইপি সবসময় ভাল রিটার্ন দেয়। এটা কিন্তু আংশিক সত্য। বাজারের ওঠানামা থাকে, তার সঙ্গে রয়েছে বিনিয়োগ চালিয়ে যাওয়ার বিষয়টাও। প্রথম কয়েক বছরে, অন্তত ৩ থেকে ৫ বছর তো বটেই, এসআইপি কিন্তু সেরকম ভাল রিটার্ন দেয় না। এই সময়টা লাগে একটা ভিত্তি তৈরি হতে। সেটা তৈরি হয়ে গেলেই শুরু হয় চক্রবৃদ্ধির জাদু, যা দীর্ঘ মেয়াদে লাখ লাখ টাকার তহবিল এনে দেয়।
advertisement
আর হ্যাঁ, শেয়ার বাজার ক্রমাগত ওঠানামা করে। ক্ষতি এড়াতে অনেকেই মন্দার সময় তাঁদের এসআইপি বন্ধ করে দেন। এটাও সম্পূর্ণ ভুল। এসআইপির জন্য স্টকের পতন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়েই সর্বাধিক বিনিয়োগ করা উচিত যাতে বাজার উত্থানের সময়েও লাভ করতে পারা যায়। কেন না, শেয়ার বাজারের পতন আরও মিউচুয়াল ফান্ড ইউনিট কিনতে সাহায্য করতে পারে।









