SIP Investment Strategy: ৩০ বছর বয়সে SIP শুরু করছেন? অবসরের সময় ১০ কোটি টাকা রিটার্ন পেতে মাসে কত বিনিয়োগ করতে হবে ?

Last Updated:
SIP Investment Strategy: অবসরের অনেক আগে থেকেই টাকা জমানো শুরু করতে হয়।
1/7
কাজ করলে টাকা মিলবে। সহজ হিসেব। কিন্তু একটা বয়সের পর আর কাজ করা সম্ভব নয়। শরীর সায় দেবে না। তাহলে আয় বন্ধ। আর আয় বন্ধ হয়ে গেলে সংসার চলবে কী করে? এর জন্যই রিটায়ারমেন্ট প্ল্যানিং দরকার।
কাজ করলে টাকা মিলবে। সহজ হিসেব। কিন্তু একটা বয়সের পর আর কাজ করা সম্ভব নয়। শরীর সায় দেবে না। তাহলে আয় বন্ধ। আর আয় বন্ধ হয়ে গেলে সংসার চলবে কী করে? এর জন্যই রিটায়ারমেন্ট প্ল্যানিং দরকার।
advertisement
2/7
অবসরের অনেক আগে থেকেই টাকা জমানো শুরু করতে হয়। যাতে ৬০ বছর বয়সে বা অবসরের সময় নিশ্চিন্তে থাকা যায়। হাতে মোটা টাকা থাকলে তা থেকেই রোজগার হবে। মাসিক খরচ নিয়ে ভাবতে হবে না। অবসরের পর মা-বাবার দায়িত্ব বর্তায় সন্তানের উপর। অনেকেই পরিবারের বোঝা হয়ে যান। এটা কষ্টকর। এই পরিস্থিতিতে পড়তে না চাইলে আগেভাগেই অবসরকালীন আর্থিক পরিকল্পনা করতে হবে। এর ফলে চাকরি থেকে অবসর নিলেও আয় বন্ধ হবে না।
অবসরের অনেক আগে থেকেই টাকা জমানো শুরু করতে হয়। যাতে ৬০ বছর বয়সে বা অবসরের সময় নিশ্চিন্তে থাকা যায়। হাতে মোটা টাকা থাকলে তা থেকেই রোজগার হবে। মাসিক খরচ নিয়ে ভাবতে হবে না। অবসরের পর মা-বাবার দায়িত্ব বর্তায় সন্তানের উপর। অনেকেই পরিবারের বোঝা হয়ে যান। এটা কষ্টকর। এই পরিস্থিতিতে পড়তে না চাইলে আগেভাগেই অবসরকালীন আর্থিক পরিকল্পনা করতে হবে। এর ফলে চাকরি থেকে অবসর নিলেও আয় বন্ধ হবে না।
advertisement
3/7
তাছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা খরচও বাড়ে। এটাও মাথায় রাখতে হবে। নির্ভরযোগ্য পেনশন প্ল্যান থাকলে ভবিষ্যতে সম্ভাব্য চিকিৎসা ব্যয়ের জন্য হাতে পর্যাপ্ত অর্থ থাকবে। আর্থিক বিশেষজ্ঞরা বলেন, অবসরের জন্য বিভিন্ন স্কিমে বিনিয়োগ করা যায়। এর মধ্যে একটি হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি।
তাছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা খরচও বাড়ে। এটাও মাথায় রাখতে হবে। নির্ভরযোগ্য পেনশন প্ল্যান থাকলে ভবিষ্যতে সম্ভাব্য চিকিৎসা ব্যয়ের জন্য হাতে পর্যাপ্ত অর্থ থাকবে। আর্থিক বিশেষজ্ঞরা বলেন, অবসরের জন্য বিভিন্ন স্কিমে বিনিয়োগ করা যায়। এর মধ্যে একটি হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি।
advertisement
4/7
এসআইপিতে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়। এর উপর চকবৃদ্ধি সুদ অর্থাৎ কমপাউন্ডিংয়ের সুবিধা মেলে। দীর্ঘমেয়াদে মোটা টাকা মুনাফা পাওয়া যায়। তবে মিউচুয়াল ফান্ড এসআইপিতে ঝুঁকি রয়েছে। কারণ এটা বাজারের সঙ্গে যুক্ত। ফলে বাজার উঠলে লাভ মেলে, আর পড়লে লোকসান।
এসআইপিতে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়। এর উপর চকবৃদ্ধি সুদ অর্থাৎ কমপাউন্ডিংয়ের সুবিধা মেলে। দীর্ঘমেয়াদে মোটা টাকা মুনাফা পাওয়া যায়। তবে মিউচুয়াল ফান্ড এসআইপিতে ঝুঁকি রয়েছে। কারণ এটা বাজারের সঙ্গে যুক্ত। ফলে বাজার উঠলে লাভ মেলে, আর পড়লে লোকসান।
advertisement
5/7
অল্প বয়সে বিনিয়োগ শুরু করার পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। যাতে সময় বেশি পাওয়া যায়। ফলে কমপাউন্ডিং থেকে লাভও বেশি মেলে। কেউ ৩০ বছর বয়সেও বিনিয়োগ শুরু করেও মোটা টাকা লাভ পেতে পারেন।
অল্প বয়সে বিনিয়োগ শুরু করার পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। যাতে সময় বেশি পাওয়া যায়। ফলে কমপাউন্ডিং থেকে লাভও বেশি মেলে। কেউ ৩০ বছর বয়সেও বিনিয়োগ শুরু করেও মোটা টাকা লাভ পেতে পারেন।
advertisement
6/7
এখন যদি কেউ ৩০ বছর বয়সে বিনিয়োগ শুরু করে অবসরের সময় ১০ কোটি টাকার কর্পাস তৈরি করতে চান, তাহলে তাঁকে মাসে কত টাকা বিনিয়োগ করতে হবে? এসআইপিতে দীর্ঘমেয়াদে ন্যূনতম ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ৩০ বছর টানা তাঁকে প্রতি মাসে ২৮,৩৫০ টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে ১০ কোটি টাকার কর্পাস তৈরি হবে।
এখন যদি কেউ ৩০ বছর বয়সে বিনিয়োগ শুরু করে অবসরের সময় ১০ কোটি টাকার কর্পাস তৈরি করতে চান, তাহলে তাঁকে মাসে কত টাকা বিনিয়োগ করতে হবে? এসআইপিতে দীর্ঘমেয়াদে ন্যূনতম ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ৩০ বছর টানা তাঁকে প্রতি মাসে ২৮,৩৫০ টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে ১০ কোটি টাকার কর্পাস তৈরি হবে।
advertisement
7/7
৩০ বছরে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১,০২,০৬,০০০ টাকা। ১২ শতাংশ হারে সুদ থেকে আয় হবে ৮.৯৮,৬৭,০৫৫ টাকা। তাহলে সুদ এবং আসল মিলিয়ে তিনি মোট ১০,০০,৭৩,০৫৫ টাকা রিটার্ন পাবেন।
৩০ বছরে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১,০২,০৬,০০০ টাকা। ১২ শতাংশ হারে সুদ থেকে আয় হবে ৮.৯৮,৬৭,০৫৫ টাকা। তাহলে সুদ এবং আসল মিলিয়ে তিনি মোট ১০,০০,৭৩,০৫৫ টাকা রিটার্ন পাবেন।
advertisement
advertisement
advertisement