SIP Investment Strategy: ৩০ বছর বয়সে SIP শুরু করছেন? অবসরের সময় ১০ কোটি টাকা রিটার্ন পেতে মাসে কত বিনিয়োগ করতে হবে ?
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
SIP Investment Strategy: অবসরের অনেক আগে থেকেই টাকা জমানো শুরু করতে হয়।
advertisement
অবসরের অনেক আগে থেকেই টাকা জমানো শুরু করতে হয়। যাতে ৬০ বছর বয়সে বা অবসরের সময় নিশ্চিন্তে থাকা যায়। হাতে মোটা টাকা থাকলে তা থেকেই রোজগার হবে। মাসিক খরচ নিয়ে ভাবতে হবে না। অবসরের পর মা-বাবার দায়িত্ব বর্তায় সন্তানের উপর। অনেকেই পরিবারের বোঝা হয়ে যান। এটা কষ্টকর। এই পরিস্থিতিতে পড়তে না চাইলে আগেভাগেই অবসরকালীন আর্থিক পরিকল্পনা করতে হবে। এর ফলে চাকরি থেকে অবসর নিলেও আয় বন্ধ হবে না।
advertisement
advertisement
advertisement
advertisement
এখন যদি কেউ ৩০ বছর বয়সে বিনিয়োগ শুরু করে অবসরের সময় ১০ কোটি টাকার কর্পাস তৈরি করতে চান, তাহলে তাঁকে মাসে কত টাকা বিনিয়োগ করতে হবে? এসআইপিতে দীর্ঘমেয়াদে ন্যূনতম ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ৩০ বছর টানা তাঁকে প্রতি মাসে ২৮,৩৫০ টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে ১০ কোটি টাকার কর্পাস তৈরি হবে।
advertisement






