বেড়াতে যাওয়ার জন্য টাকা জমাবেন ভাবছেন ? SBI-এর হলিডে সেভিংস অ্যাকাউন্টে কী সুবিধা পাবেন দেখে নিন

Last Updated:
1/6
বেড়াতে যেতে কার না ভাল লাগে ৷ কিন্তু এর জন্য সবচেয়ে আগে নজর দিতে হয় খরচের দিকেই ৷ দেশের মধ্যেই হোক কিংবা বিদেশে, ভ্রমণে বের হওয়া মানেই একগাদা খরচ ৷ কিন্তু বেড়াতে যাওয়া যে নেশার মতোই ৷ খরচ যতোই হোক না কেন ৷ বছরে একবার বা দু’বার ঘুরতে যেতে সবারই ইচ্ছে হয় ৷ তাই ভ্রমণপিপাসুদের কাজ সহজ করার জন্য এবার পর্যটন সংস্থা থমাস কুকের সঙ্গে মিলে একটি নতুন ‘হলিডে সেভিংস অ্যাকাউন্ট’-এর ব্যবস্থা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৷ যেখানে গ্রাহকরা রেকারিং ডিপোজিট (RD)-এর মতোই মাসে মাসে টাকা রেখে জমাতে পারবেন ৷ ফলে কবে বেড়াতে যাবেন, তা আগের থেকেই ঠিক করে ফেলুন ৷ এবং এই নতুন হলিডে সেভিংস অ্যাকাউন্টে সেই মতো টাকা জমিয়ে ফেলুন ধীরে ধীরে ৷ গ্রাহকরা তাঁদের জমানো টাকায় থমাস কুকের ওয়েবসাইটে থাকা ট্যুর প্যাকেজগুলিও এরপর ব্যবহার করতে পারবেন ৷ ১২ মাসের এই স্কিমে কত টাকা গ্রাহকরা পাবেন, সেটা অবশ্য গ্রাহকদের পছন্দ করা ট্যুর প্যাকেজ দেখেই থমাস কুক ঠিক করবে বলে সম্প্রতি SBI-এর পক্ষ থেকে জানানো হয়েছে ৷
বেড়াতে যেতে কার না ভাল লাগে ৷ কিন্তু এর জন্য সবচেয়ে আগে নজর দিতে হয় খরচের দিকেই ৷ দেশের মধ্যেই হোক কিংবা বিদেশে, ভ্রমণে বের হওয়া মানেই একগাদা খরচ ৷ কিন্তু বেড়াতে যাওয়া যে নেশার মতোই ৷ খরচ যতোই হোক না কেন ৷ বছরে একবার বা দু’বার ঘুরতে যেতে সবারই ইচ্ছে হয় ৷ তাই ভ্রমণপিপাসুদের কাজ সহজ করার জন্য এবার পর্যটন সংস্থা থমাস কুকের সঙ্গে মিলে একটি নতুন ‘হলিডে সেভিংস অ্যাকাউন্ট’-এর ব্যবস্থা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৷ যেখানে গ্রাহকরা রেকারিং ডিপোজিট (RD)-এর মতোই মাসে মাসে টাকা রেখে জমাতে পারবেন ৷ ফলে কবে বেড়াতে যাবেন, তা আগের থেকেই ঠিক করে ফেলুন ৷ এবং এই নতুন হলিডে সেভিংস অ্যাকাউন্টে সেই মতো টাকা জমিয়ে ফেলুন ধীরে ধীরে ৷ গ্রাহকরা তাঁদের জমানো টাকায় থমাস কুকের ওয়েবসাইটে থাকা ট্যুর প্যাকেজগুলিও এরপর ব্যবহার করতে পারবেন ৷ ১২ মাসের এই স্কিমে কত টাকা গ্রাহকরা পাবেন, সেটা অবশ্য গ্রাহকদের পছন্দ করা ট্যুর প্যাকেজ দেখেই থমাস কুক ঠিক করবে বলে সম্প্রতি SBI-এর পক্ষ থেকে জানানো হয়েছে ৷
advertisement
2/6
 SBI Holiday Savings Account-এর ক্ষেত্রে যে বিষয়গুলি জানা প্রয়োজন, সেগুলি হল: ১. এই ই-রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা হবে থমাস কুকের হলিডে সেভিংস স্কিমের জন্যই ৷ এই অ্যাকাউন্টের তথ্যগুলি থমাস কুকের সঙ্গে শেয়ার করা হবে ৷ যে অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া হবে ৷ সেই অ্যাকাউন্ট হোল্ডারের নামেই এই e-RD অ্যাকাউন্ট খোলা হবে ৷
SBI Holiday Savings Account-এর ক্ষেত্রে যে বিষয়গুলি জানা প্রয়োজন, সেগুলি হল: ১. এই ই-রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা হবে থমাস কুকের হলিডে সেভিংস স্কিমের জন্যই ৷ এই অ্যাকাউন্টের তথ্যগুলি থমাস কুকের সঙ্গে শেয়ার করা হবে ৷ যে অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া হবে ৷ সেই অ্যাকাউন্ট হোল্ডারের নামেই এই e-RD অ্যাকাউন্ট খোলা হবে ৷
advertisement
3/6
 ২. যদি SBI-এর হলিডে সেভিংস অ্যাকাউন্ট ম্যাচিওর হওয়ার আগেই বন্ধ করা হয় ৷ তাহলে অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হবে সেই অ্যাকাউন্টে যেখান থেকে এই e-RD অ্যাকউন্টে শুরুতে টাকা রাখা হয়েছিল সেখানেই ৷ এই e-RD অ্যাকাউন্টে অতিরিক্ত সুদের হারও পাওয়া যেতে পারে যদি সেটা সিনিয়র সিটিজেনদের জন্য খোলা হয় ৷ অর্থাৎ গ্রাহকের বয়স ৬০ বছরের বেশি হলে তিনি এই অ্যাকাউন্টে অতিরিক্ত সুদ পাবেন ৷
২. যদি SBI-এর হলিডে সেভিংস অ্যাকাউন্ট ম্যাচিওর হওয়ার আগেই বন্ধ করা হয় ৷ তাহলে অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হবে সেই অ্যাকাউন্টে যেখান থেকে এই e-RD অ্যাকউন্টে শুরুতে টাকা রাখা হয়েছিল সেখানেই ৷ এই e-RD অ্যাকাউন্টে অতিরিক্ত সুদের হারও পাওয়া যেতে পারে যদি সেটা সিনিয়র সিটিজেনদের জন্য খোলা হয় ৷ অর্থাৎ গ্রাহকের বয়স ৬০ বছরের বেশি হলে তিনি এই অ্যাকাউন্টে অতিরিক্ত সুদ পাবেন ৷
advertisement
4/6
৩. সময়সীমার আগেই e-RD অ্যাকাউন্ট বন্ধ করা হলে SBI-এর প্রিম্যাচিওর উইথড্রয়াল পেনাল্টি হিসেবেই অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হতে পারে ৷ প্রতি মাসের RD ইনস্টলমেন্ট দিতে দেরি হলে জরিমানা বাবদ প্রতি ১০০ টাকায় ১.৫০ টাকা করে কাটা হতে পারে ৷
৩. সময়সীমার আগেই e-RD অ্যাকাউন্ট বন্ধ করা হলে SBI-এর প্রিম্যাচিওর উইথড্রয়াল পেনাল্টি হিসেবেই অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হতে পারে ৷ প্রতি মাসের RD ইনস্টলমেন্ট দিতে দেরি হলে জরিমানা বাবদ প্রতি ১০০ টাকায় ১.৫০ টাকা করে কাটা হতে পারে ৷
advertisement
5/6
৪. e-RD অ্যাকাউন্টে টাকা ম্যাচিওর হয়ে যাওয়ার পর সেটা থমাস কুকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে ৷ যদি না গ্রাহক সেই টাকা সেই সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান ৷ যে অ্যাকাউন্ট থেকে ওই e-RD অ্যাকাউন্টে টাকা রাখা হয়েছিল ৷
৪. e-RD অ্যাকাউন্টে টাকা ম্যাচিওর হয়ে যাওয়ার পর সেটা থমাস কুকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে ৷ যদি না গ্রাহক সেই টাকা সেই সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান ৷ যে অ্যাকাউন্ট থেকে ওই e-RD অ্যাকাউন্টে টাকা রাখা হয়েছিল ৷
advertisement
6/6
৫. থমাস কুকের Terms and Condition-এ এই অ্যাকাউন্টকে ঘিরে কোনওরকম সমস্যা/অভিযোগ/ক্ষতি হলে তার জন্য ব্যাঙ্ক কখনই দায়বদ্ধ থাকবে না ৷ e-RD অ্যাকাউন্ট অবশ্যই TDS-এর সঙ্গে যুক্ত ৷
৫. থমাস কুকের Terms and Condition-এ এই অ্যাকাউন্টকে ঘিরে কোনওরকম সমস্যা/অভিযোগ/ক্ষতি হলে তার জন্য ব্যাঙ্ক কখনই দায়বদ্ধ থাকবে না ৷ e-RD অ্যাকাউন্ট অবশ্যই TDS-এর সঙ্গে যুক্ত ৷
advertisement
advertisement
advertisement